Breaking





Saturday, September 24, 2022

এসএসসি সিজিএল পরীক্ষার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | SSC CGL Recruitment 2022

20000 শূন্যপদে SSC CGL পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | Group B & Group C পদে নিয়োগ | SSC CGL Recruitment Notification 2022 

20000 শূন্যপদে SSC CGL পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | Group B & Group C পদে নিয়োগ | SSC CGL Recruitment Notification 2022
SSC CGL Recruitment 2022
নমস্কার বন্ধুরা,
ভারতের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে SSC CGL পরীক্ষার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২০০০০ শূন্যপদে বিভিন্ন দফতরে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করানো হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।

পদের নাম ::- SSC CGL Group B & Group C

মোট শূন্যপদ ::- প্রায় ২০,০০০টি।

শিক্ষাগত যোগ্যতা ::- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।

মাসিক বেতন ::- ২৫,৫০০ থেকে ১,৫১,১০০ পর্যন্ত।

আবেদনকারীদের বয়সসীমা ::- ১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি ::- SSC -র অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি বা মূল্য ::- আবেদন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। তবে SC, ST ও মহিলা প্রার্থীদের কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি ::- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ::-

আবেদন প্রক্রিয়া শুরু ১৭ই সেপ্টেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৮ই অক্টোবর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক সমূহ ::-

অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here
Apply Now Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box