20000 শূন্যপদে SSC CGL পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | Group B & Group C পদে নিয়োগ | SSC CGL Recruitment Notification 2022
![]() |
SSC CGL Recruitment 2022 |
নমস্কার বন্ধুরা,
ভারতের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে SSC CGL পরীক্ষার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২০০০০ শূন্যপদে বিভিন্ন দফতরে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করানো হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।
পদের নাম ::- SSC CGL Group B & Group C
মোট শূন্যপদ ::- প্রায় ২০,০০০টি।
শিক্ষাগত যোগ্যতা ::- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।
মাসিক বেতন ::- ২৫,৫০০ থেকে ১,৫১,১০০ পর্যন্ত।
আবেদনকারীদের বয়সসীমা ::- ১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি ::- SSC -র অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য ::- আবেদন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। তবে SC, ST ও মহিলা প্রার্থীদের কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি ::- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ::-
আবেদন প্রক্রিয়া শুরু | ১৭ই সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৮ই অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক সমূহ ::-
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Now | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box