Breaking





Friday, October 14, 2022

৫২৫ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | WB Anganwadi Recruitment 2022

মাধ্যমিক পাশে রাজ্যে অঙ্গনওয়াড়ি পদে চাকরি : সরাসরি অনলাইনে আবেদন করুন | Hooghly District ICDS Worker Recruitment 2022 

মাধ্যমিক পাশে রাজ্যে অঙ্গনওয়াড়ি পদে চাকরি : সরাসরি অনলাইনে আবেদন করুন | Hooghly District ICDS Worker Recruitment 2022
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য চারটি আলাদা আলাদা সাব ডিভিশন অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম :

অঙ্গনওয়াড়ি কর্মী

মোট শূন্যপদ :

৫২৫ টি।

শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন :

অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রতিমাসে কতো টাকা বেতন দেওয়া হবে, বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশ দেখে নিন।

আবেদনকারীদের বয়সসীমা :

১লা এপ্রিল ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।

শূন্যপদের বিবরণ :

আরামবাগ সাব-ডিভিশন - ৯৮টি,‌ শ্রীরামপুর সাব-ডিভিশন - ৯০টি, সদর সাব-ডিভিশন - ২১৭টি, ও চন্দননগর সাব-ডিভিশন - ১২০টি পদ খালি রয়েছে। আবেদনকারীকে ৫ বছর অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি ভালোভাবে পড়ুন।

আরামবাগ সাব-ডিভিশন


শ্রীরামপুর সাব-ডিভিশন


চুঁচুড়া,হুগলী সদর সাব-ডিভিশন


চন্দননগর সাব-ডিভিশন


আবেদন পদ্ধতি :

প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.hoogly.nic.in ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি :

আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা-৩৫ নম্বরের (গণিত-১০ নম্বর, ইংরেজি- ১০ নম্বর, জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান ও মর্যাদা-১০ নম্বর, সাধারণজ্ঞান-৫ নম্বর), ৫ বছরের কাজের অভিজ্ঞতার উপর প্রতি ৩ বছরের জন্য ৫ নম্বর - এই অনুযায়ী-১০ নম্বর ও ইন্টারভিউতে-৫ নম্বর।

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ :

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ১৫ই অক্টোবর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক সমূহ :

আরামবাগ সাব-ডিভিশন ডাউনলোড
শ্রীরামপুর সাব-ডিভিশন ডাউনলোড
সদর সাব-ডিভিশন ডাউনলোড
চন্দননগর সাব-ডিভিশন ডাউনলোড
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box