Breaking





Monday, October 10, 2022

১৫০০টি+ এক কথায় প্রকাশ PDF | Bangla Ak Kothay Prokash

বাংলা এক কথায় প্রকাশ বই | বাক্য সংকোচন | 1500+ Ak Kothay Prokash PDF 

বাংলা এক কথায় প্রকাশ বই | বাক্য সংকোচন | 1500+ Ak Kothay Prokash PDF
১৫০০টি এক কথায় প্রকাশ
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে 1500+ Bangla Ak Kothay Prokash PDFটি শেয়ার করলাম। যেটিতে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ১৫০০টি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের সুন্দর একটি তালিকা দেওয়া আছে। Primary TET, Upper Primary TET, CTET, ICDS পরীক্ষায় বাংলা ব্যাকরণের অন্যতম অধ্যায় হিসাবে এখান থেকে প্রশ্ন এসেই থাকে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং নীচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

১৫০০টি বাক্য সংকোচন তালিকা

❏ যা দেখা যাচ্ছে - দৃশ্যমান
❏ যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
❏ যা একইভাবে চলে - গতানুগতিক
❏ যা বাক্যে প্রকাশ করা যায় না - অবর্ণনীয়
❏ যা কষ্ট করে জয় করা যায় - দুর্জয়
❏ যা হবেই/হইবে - ভাবী
❏ যা সহজে দমন করা যায় না - দুর্দমনীয়
❏ যা মাটি ভেদ করে ওঠে - উদ্ভিদ
❏ যা ফুরায় না - অফুরান
❏ যা জলে চরে - জলচর
❏ যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ
❏ যা পূর্বে ঘটেনি - অভূতপূর্ব
❏ যার তল স্পর্শ করা যায় না - অতলস্পর্শী
❏ যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত
❏ যার নাম কেউ জানে না - অজ্ঞাতনামা
❏ যার পত্নী গত হয়েছে - বিপত্মীক
❏ যার ভাতের অভাব - হাভাতে
❏ যার মমতা নেই - নির্মম
❏ যার তুলনা হয় না - অতুলনীয়
❏ যার সীমা নেই - অসীম
❏ যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা
❏ যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ
❏ যে নারীর কোন সন্তান হয় না - বন্ধ্যা
❏ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা
❏ যে নারীর স্বামী প্রবাসে আছে - প্রোষিতভর্তৃকা
❏ যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে - প্রোষিতপত্নীক
❏ যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন (স্ত্রীলিঙ্গ- সুদর্শনা)
❏ যে রব শুনে এসেছে - রবাহুত
❏ যে লাফিয়ে চলে - প্লবগ
❏ যে নারী কখনো সূর্য দেখেনি - অসূর্যম্পশ্যা
❏ যে নারীর স্বামী মারা গেছে - বিধবা
❏ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া
❏ যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী
❏ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন
❏ সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন
❏ সকলের জন্য হিতকর - সার্বজনীন
❏ তালু থেকে উচ্চারিত - তালব্য
❏ তস্করের কাজ - তাস্কর্য
❏ তির নিক্ষেপ করে যে - তিরন্দাজ
❏ তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা - তিলোত্তমা
❏ তীর নিক্ষেপে ওস্তাদ - তীরন্দাজ
❏ ত্বরায় গমন করে যে - তুরগ
❏ তুমুল ঝগড়া - তুলকালাম
❏ তুলা থেকে তৈরি - তুলট
❏ ওজন পরিমাপক - তুলাদণ্ড
❏ তুলা দ্বারা তৈরি - তুলোট
❏ তুষের আগুনের মতো মর্মদাহী - তুষানল
❏ যে তৃণাদি খেয়ে জীবণ ধারণ করে - তৃণভুক
❏ তেজ আছে যার - তেজস্বী
❏ সুদে টাকা খাটানো - তেজারতি
❏ তিন রাস্তার মোড় - তেমাথা
❏ চিত্রকর্মের কাঠামো - নকশা
❏ যা গমন করতে পারে না - নগ
❏ গণনার অযোগ্য - নগণ্য
❏ নদী মাতা যে দেশের - নদীমাতৃক
❏ নদী মেখলা যে দেশের - নদীমেখলা
❏ নতুন অন্নের উৎসব - নবান্ন
❏ নতুন সূর্য - নবারুণ
❏ নতুন বিবাহিত স্ত্রী - নবোঢ়া
❏ আকাশে যে বিচরণ করে - নভোচারী
❏ আকাশ পথে যে যান ব্যবহার করা যায় - নভোযান
❏ যা খনন করা হয়েছে - নমিত
❏ আপনাকে পণ্ডিত মনে করে যে - পণ্ডিতম্মন্য
❏ যে নারী স্বামীর প্রতি অনুরক্তা - পতিব্রতা
❏ পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে - পথিক
❏ কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে - পথিকৃৎ
❏ পায়ে হাঁটা - পদব্রজ
❏ প্রচুর দুধ দেয় যে গাভী - পয়স্বিনী
❏ যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছা
❏ আগামীকালের পরের দিন - পরশু
❏ পরের ভালো দেখে যার মন কাতর হয় - পরশ্রীকাতর
❏ পরের অধীন - পরাধীন
❏ পরের অন্নে যে বেঁচে থাকে - পরান্নজীবী
❏ পরিণাম চিন্তা করে যে কাজ করে - পরিণামদর্শী
❏ অক্ষির অগোচর - পরোক্ষ
❏ যা ভাগ করা হয়েছে - ভাজিত
❏ যা ভাগ করা হবে - ভাজ্য
❏ ভাদ্রমাস সম্বন্ধীয় - ভাদুরে
❏ কল্পনার দ্বারা রচিত মূর্তি - ভাবমূর্তি
❏ ভবিষ্যতে হবে এমন - ভাবী
❏ যা পরে ঘটবে - ভাবী, ভবিতব্য
❏ ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন - ভাষাবিদ
❏ সহজে ভয় পায় যে - ভীরু , ভীতু
❏ ভুজ বা বাহুতে ভর করে চলে যে - ভুজগ
❏ পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
❏ ভরণের যোগ্য - ভৃত্য
❏ ভাত প্রধান খাদ্য যার - ভেতো
❏ রোগ ভীতিকে জয় করে যা - ভেষজ
❏ ভূগোল সম্বন্ধীয় - ভৌগোলিক
❏ মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় - মুষ্টিমেয়
❏ প্রায় মৃত - মৃতকল্প
❏ মরার মতো - মৃতবৎ
❏ মাটির তৈরি শিল্পকর্ম - মৃৎশিল্প
❏ মাটি দিয়ে শিল্পকর্ম করে যে - মৃৎশিল্পী
❏ মৃৎ অঙ্গ যার - মৃদঙ্গ
❏ মুত্তিকার দ্বারা নির্মিত - মৃন্ময়
❏ মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ - মেঘমেদুর
❏ মেধা আছে যার - মেধাবী
❏ ভববন্ধন হতে নিষ্কৃতি - মোক্ষ
❏ যাকে মুগ্ধ করা হয়েছে - মোহিত
❏ মুগ্ধ করে যে নারী - মোহিনী
❏ যা শুধুমাত্র কথায় প্রকাশ করা হয় - মৌখিক
❏ মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ - মৌমাছি
❏ পুরুষানুক্রমে ভোগ্য - মৌরসি
❏ মূল সম্বন্ধীয় - মৌল, মৌলিক
❏ কুবেরের ধন রক্ষক - যক্ষ
❏ ক্রমকে বজায় রেখে - যথাক্রমে
❏ বিধিকে অতিক্রম না করে - যথাবিধি
❏ সরোবরে জন্ম যার  -সরোজ
❏ মহাকাব্যের অধ্যায় - সর্গ
❏ সব কিছু সহ্য করে যে - সর্বংসহ
❏ যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা
❏ সর্বজনের কল্যাণে - সর্বজনীন
❏ যে সব জানে - সর্বজ্ঞ
❏ যার সর্বস্ব খোয়া গেছে - সর্বস্বান্ত
❏ যে সব হারিয়েছে - সর্বহারা
❏ যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা, হৃতসর্বস্ব
❏ স্ত্রীর সঙ্গে বর্তমান - সস্ত্রীক
❏ সঙ্গে চলে যে - সহচর
❏ একসঙ্গে যারা যাত্রা করে - সহযাত্রী
❏ হর্ষে সঙ্গে বর্তমান - সহর্ষ
❏ যে সহ্য করতে পারে - সহিষ্ণু
❏ একই মায়ের পুত্র - সহোদর
❏ যে সংবাদ বহন করে - সাংবাদিক
❏ সাক্ষাৎ দ্রষ্টা - সাক্ষী
❏ অশ্বের চালক - সাদি, সারথি
❏ আনন্দের সঙ্গে বর্তমান - সানন্দ
❏ অবলীলার সঙ্গে - সাবলীল
❏ সমতার ভাব - সাম্য
❏ যার সবকিছু চুরি হয়ে গিয়েছে - হৃতসর্বস্ব
❏ যা হৃদয় বিদীর্ণ - হৃদয়বিদারক
❏ হেমন্তে জাত - হৈমন্তিক
❏ অশ্বের ডাক - হ্রেষা
❏ যা বলার যোগ্য নয় - অকথ্য
❏ যে কর্মের অযোগ্য - অকর্মণ্য
❏ কল্পনা করা যায় না এমন - অকল্পনীয়
❏ অকালে যে পেকে গেছে - অকালপক্ব
❏ যার কোনো কিছু চাওয়ার নেই - অকিঞ্চন
❏ যার কোনো কিছুতে ভয় নেই - অকুতোভয়
❏ অন্তর্গত অপ যার - অন্তরীপ
❏ ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন - অন্তর্ঘাত
❏ অন্তরের ভাব জানেন যিনি - অন্তর্যামী
❏ যার অন্ত নেই - অন্তহীন
❏ শবদাহাদির চরম সংস্কার - অন্ত্যেষ্টি
❏ অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে - অন্নগতপ্রাণ
❏ অন্বেষণ করার ইচ্ছা - অন্বেষা
❏ অনেকের মধ্যে একজন - অন্যতম
❏ দুয়ের মধ্যে একটি - অন্যতর
❏ নিজেকে সামলাতে পারে না যে - অসংযমী
❏ যা হতে পারে না - অসম্ভব
❏ যার সীমা নেই - অসীম
❏ যে নারী কখনো সূর্য দেখেনি - অসূর্যম্পশ্যা
❏ অস্ত্রের দ্বারা উপচার - অস্ত্রোপচার
❏ যা স্থানান্তর করা যায় - অস্থাবর
❏ অহংকার করে যে - অহংকারী
❏ ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার - আঁষটে
❏ কন্ঠ পর্যন্ত - আকণ্ঠ
❏ কর্ণ পর্যন্ত - আকর্ণ
❏ আকাশ মাধ্যমে আগতবাণী - আকাশবাণী
❏ ইন্দ্রকে জয় করেছে যে - ইন্দ্রজিৎ
❏ ইহার তুল্য বা সদৃশ - ঈদৃশ
❏ পাওয়ার ইচ্ছা - ঈপ্সা
❏ বলা হয়েছে যা - উক্ত
❏ শৃঙ্খলা মানে না যে - উচ্ছৃঙ্খল
❏ যা উড়ে যাচ্ছে - উড্ডীয়মান
❏ অতি উচ্চ রোল - উতরোল
❏ ঋণ দেয় যে - উত্তমর্ণ
❏ উত্তপ্ত করা হয়েছে - উত্তাপিত
❏ উদগীরণ করা হয়েছে এমন - উদগীর্ণ
❏ উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য
❏ উদিত হচ্ছে এমন - উদীয়মান
❏ বাতাসে উড়ে যায় এমন - উদ্বায়ী
❏ বুকে হেঁটে গমন করে যে - উদ্বাস্ত
❏ যে কর দেয় - করদ
❏ হাতির শাবক - করভ
❏ মাথার খুলি - করোটি
❏ দীর্ঘ কর্ণ - কর্ণিল
❏ কর্মে অতিশয় দক্ষ - কর্মঠ
❏ অব্যক্ত মধুর ধ্বনি - কলতান
❏ ঢেউয়ের ধ্বনি - কল্লোল
❏ অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা
❏ পাখির ডাক - কাকলি
❏ নিবিড় অরণ্য - কান্তার
❏ দেহে, মনে ও কথায় - কায়মনোকাক্যে
❏ ঈষৎ কৃষ্ণ - কালচে
❏ রাত্রির শেষভাগ - কালনিশা
❏ অন্য কাল - কালান্তর
❏ কালে যা ঘটে - কালীন
❏ চুষে খেতে হয় এমন - চোষ্য
❏ চার পা বিশিষ্ট - চৌপায়া
❏ জলস্রোতের শব্দ - ছলছল
❏ জলপ্রবাহের ধ্বনি - ছলছলানি
❏ ছেঁকে নেওয়া হয়েছে এমন - ছানিত
❏ ছন্দে নিপুন যিনি - ছান্দসিক
❏ ছায়া প্রধান তরু - ছায়াতরু
❏ ছুটছে যা - ছুটন্ত
❏ ছেদনের যোগ্য - ছেদ্য
❏ গমন করতে পারে যে - জঙ্গম
❏ জনগণের আবাস্থান - জনপদ
❏ জয় করার যোগ্য - বিজেয়
❏ বিজ্ঞান শিক্ষার জন্য পরীক্ষাগার - বিজ্ঞানাগার
❏ বিজ্ঞাপন দ্বারা প্রচারিত - বিজ্ঞাপিত

এক কথায় প্রকাশের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: 1500+ Ak Kothay Prokash
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 24
File size: 1 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box