Breaking





Monday, October 10, 2022

ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | ISP Recruitment 2022 Notification

ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি | ISP Nashik Junior Technician Recruitment 2022 

ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি | ISP Nashik Junior Technician Recruitment 2022
ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে চাকরি
প্রিয় পাঠকেরা,
ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নাসিকের পক্ষ থেকে ISP Nashik Recruitment 2022 প্রকাশিত করা হয়েছে। জুনিয়র টেকনিশিয়ান [Junior Technician] পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম :
জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician)

মোট শূন্যপদ :
সবমিলিয়ে মোট ৮৫ টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে :
টেকনিক্যাল, কন্ট্রোল, টেক সাপোর্ট ডিজাইন, Machine Shop, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, স্টোর, CSD

শিক্ষাগত যোগ্যতা :
কন্ট্রোল পদের ক্ষেত্রে প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে। এবং বাকি অন্যান্য পদগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।

বয়সসীমা :
১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন :
পে লেভেল অনুযায়ী ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।

আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি বা মূল্য :
আবেদন ফি বাবদ UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা। এবং ST/ SC/ PWBD প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি :
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান :
পশ্চিমবঙ্গের-কলকাতা, হায়দ্রাবাদের-তেলেঙ্গানা, মুম্বাইয়ের-মহারাষ্ট্র, উত্তর প্রদেশের-নয়দা সহ বিভিন্ন জায়গায়।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ৮ই অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৮ই নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box