ভারত সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরে নিয়োগ 2022 | অনলাইনে আবেদন করুন | BECIL New Vacancy 2022
![]() |
তথ্য ও সম্প্রচার দপ্তরে চাকরি |
প্রিয় বন্ধুরা,
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ হইতে BECIL Recruitment 2022 Notification প্রকাশিত করা হয়েছে। মোট ৩০টি শূন্যপদে E-Tendering Professional, Finance Facilitation Professional & Office Attendant পদে নিয়োগ করানো হবে। নূন্যতম মাধ্যমিক পাশেই যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
❏ পদের নাম ⇨
▶ E-Tendering Professional
▶ Finance Facilitation Professional
▶ Office Attendant
❏ মোট শূন্যপদ ⇨
সবমিলিয়ে মোট ৩০টি।
❏ বয়সসীমা ⇨
▶ Professiona l: সর্বোচ্চ ৫০ বছর।
▶ Office Attendant : সর্বনিম্ন ২১ বছর।
❏ মাসিক বেতন ⇨
▶ Professional : ৫০,০০০ টাকা।
▶ Office Attendant : ১৭,৫৩৭ টাকা।
❏ শিক্ষাগত যোগ্যতা ⇨
▶ Professional : এই পদে আবেদনের জন্য B.E/B.Tech./MBA/ICWA/B.Com পাশ হতে হবে। কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
▶ Office Attendant : এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
▶ আরো বিস্তারিত তথ্য জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।
❏ আবেদন পদ্ধতি ⇨
আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
❏ আবেদন ফি বা মূল্য ⇨
উক্ত পদগুলিতে আবেদনের জন্য ৮৮৫ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC/ST প্রার্থীদের জন্য ৫৩১ টাকা আবেদন ফি দিতে হবে।
❏ গুরুত্বপূর্ণ তারিখ ⇨
আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২১শে অক্টোবর ২০২২ |
❏ গুরুত্বপূর্ণ লিংক ⇨
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box