Breaking





Thursday, October 27, 2022

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় CBO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | SBI CBO Recruitment Notification 2022

1400টি শূন্যপদে স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে সার্কেল বেসড অফিসার পদে চাকরি | অনলাইনে আবেদন করুন 

1400টি শূন্যপদে স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে সার্কেল বেসড অফিসার পদে চাকরি | অনলাইনে আবেদন করুন
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় CBO পদে চাকরি
প্রিয় পাঠকেরা,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে SBI CBO Recruitment Notification 2022 প্রকাশিত করা হয়েছে। সমস্ত রাজ্য মিলিয়ে মোট ১৪০০টি শূন্যপদে সার্কেল বেসড অফিসার (CBO) পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামCircle Based Officers (CBO)

মোট শূন্যপদ : ১৪০০টি।

শিক্ষাগত যোগ্যতা : উক্ত পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।

আবেদনকারীদের বয়সসীমা : ৩০শে সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকা

নিয়োগ পদ্ধতি : অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদন ফি বা মূল্য : General/EWS/OBC -দের ক্ষেত্রে ৭৫০টাকা ও SC/ ST/ PWD -দের ক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

আবেদন কীভাবে করবেন : নিচের দেওয়া অফিশিয়াল লিংক থেকে প্রথমে নিজের নাম রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর নির্ভুলভাবে ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ১৮ই অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৭ই নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box