Breaking





Tuesday, October 18, 2022

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি | Jalpaiguri DHFWS Recruitment 2022

রাজ্যের স্বাস্থ্য ভবনে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Jalpaiguri Health Recruitment Notification 2022 

রাজ্যের স্বাস্থ্য ভবনে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Jalpaiguri Health Recruitment Notification 2022
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি
প্রিয় পাঠকেরা,
জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ হইতে Jalpaiguri DHFWS Recruitment 2022 প্রকাশিত করা হয়েছে। স্টাফ নার্স, মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক শূন্যপদে নিয়োগ করানো হবে। নূন্যতম উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কিছু পদের জন্য আবেদনকারীকে জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম :

✿ GDMO
✿ FTMO
✿ Ophthalmic Assistant 
✿ GDA
✿ Medical Officer 
✿ Staff Nurse
✿ CHA Urban
✿ ANM

মোট শূন্যপদ :

✱ GDMO : ০১ টি।
✱ FTMO : ০১ টি।
✱ Ophthalmic Assistant : ০২ টি।
✱ GDA : ০২ টি।
✱ Medical Officer : ০৪ টি।
✱ Staff Nurse : ০৪ টি।
✱ CHA Urban : ০৮ টি।
✱ ANM : ০১ টি।

মাসিক বেতন :

✪ GDMO : ৬০,০০০ টাকা।
✪ FTMO : ৬০,০০০ টাকা।
✪ Ophthalmic Assistant : ১৮,০০০ টাকা।
✪ GDA :৮,০০০ টাকা।
✪ Medical Officer : ৩৬,০০০ টাকা।
✪ Staff Nurse : ২৫,০০০ টাকা।
✪ CHA Urban : ১৩,০০০ টাকা।
✪ ANM : ১৩,০০০ টাকা।

আবেদনকারীর বয়সসীমা :

❂ GDMO : সর্বোচ্চ ৬২ বছর।
❂ FTMO : সর্বোচ্চ ৬২ বছর।
❂ Ophthalmic Assistant : ১৮ থেকে ৪০ বছর।
❂ GDA : সর্বোচ্চ ৬২ বছর।
❂ Medical Officer : সর্বোচ্চ ৬২ বছর।
❂ Staff Nurse : সর্বোচ্চ ৪০ বছর।
❂ CHA Urban : সর্বোচ্চ ৪০ বছর।
❂ ANM : ২১ থেকে ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা :

☑ GDMO : প্রার্থীকে MBBS হতে হবে।
☑ FTMO : প্রার্থীকে MBBS হতে হবে।
☑ Ophthalmic Assistant : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ এবং ডিপ্লোমা। 
☑ GDA : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। 
☑ Medical Officer : প্রার্থীকে MBBS হতে হবে।
☑ Staff Nurse : অবশ্যই GNM কোর্স করা থাকতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 
☑ CHA Urban : অবশ্যই ANM কোর্স করা থাকতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 
☑ ANM : অবশ্যই ANM কোর্স করা থাকতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 
☑ আরও বিস্তারিত তথ্য জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন। 

আবেদন ফি বা মূল্য :

১০০টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC,ST প্রার্থীদের জন্য ৫০টাকা আবেদন মূল্য দিতে হবে।

নিয়োগ পদ্ধতি :

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

ইন্টারভিউয়ের তারিখ :

০১/১১/২০২২ এবং ০৪/১১/২০২২

ইন্টারভিউয়ের সময় :

10:30 AM

ইন্টারভিউয়ের স্থান :

Conference Hall (1st Floor), DRS Building, Near Pharmacy College, CMOH Office, Jalpaiguri

প্রয়োজনীয় ডকুমেন্টস :

❀ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
❀ বয়সের প্রমাণপত্র
❀ জাতিগত শংসাপত্র
❀ বসবাসের প্রমাণপত্র
❀ পাসপোর্ট সাইজ ছবি
❀ অন্যান্য নথিপত্র

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box