রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ | আবেদন চলবে ১১ নভেম্বর পর্যন্ত
![]() |
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ |
নমস্কার বন্ধুগণ,
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে Kalyani University Assistant Professor Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করানো হবে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
▪ পদের নাম ➙ Professor (প্রফেসর)
▪ মোট শূন্যপদ ➙ ০৩টি
▪ শিক্ষাগত যোগ্যতা ➙ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
▪ আবেদনকারীর বয়সসীমা ➙ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
▪ আবেদন ফি ➙ ২০০০/- টাকা (OBC) ও ৫০০/- টাকা (SC/ST)
▪ পদের নাম ➙ Associate Professor (অ্যাসোসিয়েট প্রফেসর)
▪ মোট শূন্যপদ ➙ ০৫টি
▪ শিক্ষাগত যোগ্যতা ➙ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
▪ আবেদনকারীর বয়সসীমা ➙ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
▪ আবেদন ফি ➙ ২০০০/- টাকা (OBC) ও ৫০০/- টাকা (SC/ST)
▪ পদের নাম ➙ Assistant Professor অ্যাসিস্ট্যান্ট (প্রফেসর)
▪ মোট শূন্যপদ ➙ ০৯টি
▪ শিক্ষাগত যোগ্যতা ➙ যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নাম্বার নিয়ে স্নাতকোত্তর পাশ করা থাকতে হবে। ইউজিসি বা সিএসআইআর দ্বারা পরিচালিত National Eligibility Test পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
▪ আবেদনকারীর বয়সসীমা ➙ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
▪ আবেদন ফি ➙ ১০০০/- টাকা (OBC) ও ২৫০/- টাকা (SC/ST)
▪ নিয়োগ স্থান ➙ পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।
▪ গুরুত্বপূর্ণ তারিখ ➙
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন প্রক্রিয়া শেষ | ১১ই নভেম্বর ২০২২ |
▪ গুরুত্বপূর্ণ লিংক ➙
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box