Breaking





Wednesday, October 19, 2022

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | Kalyani University Assistant Professor Recruitment 2022

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ | আবেদন চলবে ১১ নভেম্বর পর্যন্ত 

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ | আবেদন চলবে ১১ নভেম্বর পর্যন্ত
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
নমস্কার বন্ধুগণ,
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে Kalyani University Assistant Professor Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করানো হবে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।


পদের নামProfessor (প্রফেসর)
মোট শূন্যপদ ➙ ০৩টি
শিক্ষাগত  যোগ্যতা ➙ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➙ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি ➙ ২০০০/- টাকা (OBC) ও ৫০০/- টাকা (SC/ST)

পদের নামAssociate Professor (অ্যাসোসিয়েট প্রফেসর)
মোট শূন্যপদ ➙ ০৫টি
শিক্ষাগত  যোগ্যতা ➙ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➙ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি ➙ ২০০০/- টাকা (OBC) ও ৫০০/- টাকা (SC/ST)

পদের নামAssistant Professor অ্যাসিস্ট্যান্ট (প্রফেসর)
মোট শূন্যপদ ➙ ০৯টি
শিক্ষাগত  যোগ্যতা ➙ যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নাম্বার নিয়ে স্নাতকোত্তর পাশ করা থাকতে হবে। ইউজিসি বা সিএসআইআর দ্বারা পরিচালিত National Eligibility Test পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➙ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি ➙ ১০০০/- টাকা (OBC) ও ২৫০/- টাকা (SC/ST)

নিয়োগ স্থান ➙ পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।

 গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ১১ই নভেম্বর ২০২২
 গুরুত্বপূর্ণ লিংক 

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box