Breaking





Friday, October 14, 2022

রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Murshidabad District Clerk Recruitment 2022

রাজ্যের ডিএম (DM) অফিসে ক্লার্ক পদে চাকরি 2022 | State District Magistrate Office Clerk Recruitment Vacancy 2022 

রাজ্যের ডিএম (DM) অফিসে ক্লার্ক পদে চাকরি 2022 | State District Magistrate Office Clerk Recruitment Vacancy 2022
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক নিয়োগ
প্রিয় পাঠকেরা,
রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে প্রার্থীকে চুক্তিভিত্তিক মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : Retired Contractual Clerk

মোট শূন্যপদ : ৮৪টি।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই Govt. Retired হতে হবে। কম্পিউটার কাজের অভিজ্ঞতা এবং ক্লারিকেল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ফিজিক্যাল ফিট, মেন্টালি এলার্ট ও মেডিকেল ফিটনেস্ট সার্টিফিকেট করা থাকতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : ১০,০০/- টাকা।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন : প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্টআউট করে নিতে হবে। তারপর প্রিন্টআউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস গুলি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Office of the District Magistrate and Collector, Murshidabad Cantonment Road, P.O & P S- Berhampure, Dist-Murshidabad, Pin- 742101 ( Room No-208)

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ১২ই অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১৪ই নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box