নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে নিয়োগ | আবেদন চলবে ১৪ই নভেম্বর পর্যন্ত
![]() |
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে Netaji Subhas Open University Professor Recruitment Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করানো হবে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➟ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর।
মোট শূন্যপদ ➟ ৪২ টি।
শিক্ষাগত যোগ্যতা ➟ উল্লেখিত পদ অনুযায়ী স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট বিষয়ে M.Ed/ NET/ SET/ Ph.D করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➟ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➟ অফিশিয়াল নোটিশে কোন প্রকার বেতনের উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➟ নিচে দেওয়া লিংকে ক্লিক করে উল্লেখিত পদ অনুযায়ী আলাদা আলাদা আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে। তারপর ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্রটি পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➟ Netaji Subhas Open University, DD- 26, 5th Floor, Salt Lake City, Sector -1 , Kolkata- 700064
আবেদন ফি বা মুল্য ➟ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা ও (ST/ SC/ PH) প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
নিয়োগ স্থান ➟ কল্যাণী নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু | ১৯শে অক্টোবর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৪ই নভেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
প্রফেসর & অ্যাসোসিয়েট প্রফেসর ফর্ম | ডাউনলোড |
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box