রাজ্যের SDO অফিসে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | মাসিক বেতন ১৫,০০০ টাকা
![]() |
রাজ্যের SDO অফিসে চাকরি |
প্রিয় পাঠকেরা,
বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমা শাসকের পক্ষ হইতে Bankura District SDO Office Recruitment 2022 প্রকাশিত হয়েছে। ব্লক প্রোগ্রাম কোর্ডিনেটর (আশা) পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➜ Block Programme Coordinator (ASHA) ব্লক প্রোগ্রাম কোর্ডিনেটর (আশা)।
মোট শূন্যপদ ➜ ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা ➜ স্নাতকোত্তর হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ও ইন্টারনেটের নলেজ থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।
আবেদনকারীর বয়সসীমা ➜ ১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের কম হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➜ ১৫,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি ➜ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন ফি বা মূল্য ➜ এই পদে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি ➜ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➜ নীচের লিংক থেকে আবেদনফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এরপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস গুলি সংযুক্ত করে সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➜ Office of the Sub-Divisional Officer, Bankura Sadar, Bankura
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ➜ সকাল ১১টা হইতে বিকাল ৫টা পর্যন্ত।
প্রয়োজনীয় ডকুমেন্টস ➜
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- বসবাসের প্রমাণপত্র।
- জাতিগত শংসাপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজ ছবি।
- অন্যান্য নথিপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ➜
আবেদন প্রক্রিয়া শুরু | ২৩শে নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১২ই ডিসেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক সমূহ ➜
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box