রাজ্যের স্কুলে গ্রুপ-ডি ও গেস্ট টিচার পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | এইট পাশে আবেদন করুন
![]() |
গ্রুপ-ডি ও গেস্ট টিচার পদে চাকরি |
নমস্কার বন্ধুরা,
রাজ্যের জলপাইগুড়ি স্কুলে দুটি আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ-ডি ও বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে মোট ১১টি শূন্যপদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :- গেস্ট টিচার।
মোট শূন্যপদ :- ০৫ টি।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করানো হবে :- Life Science-01, Mathematics-01, Chemistry-01, Physics-01 and Economics-01
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সহ B.Ed কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা :- ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :- ১২,০০০/- টাকা।
পদের নাম :- ল্যাবরেটরি এটেনডেন্ট।
মোট শূন্যপদ :- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
বয়সসীমা :- ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :- ১৫,০০০/- টাকা।
পদের নাম :- কুক।
মোট শূন্যপদ :- ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
বয়সসীমা :- ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :- ১২,০০০/- টাকা।
পদের নাম :- কুক হেলপার।
মোট শূন্যপদ :- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
বয়সসীমা :- ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :- ১১,০০০ টাকা।
পদের নাম :- সুইপার।
মোট শূন্যপদ :- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
বয়সসীমা :- ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :- ১১,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি :- আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন পদ্ধতি :- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন :- নীচের দেওয়া লিংক থেকে আবেদনপত্র গুলি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Devlopment Department, Sivaji Road, Hakimpara, PO & District- Jalpaiguri, Pin- 735101
প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র :-
① বয়সের প্রমাণপত্র।
② সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
③ আধার কার্ড/ ভোটার কার্ড/ পেন কার্ড।
④ ব্যাংক একাউন্টের জেরক্স।
গুরুত্বপূর্ণ তারিখ :-
আবেদন প্রক্রিয়া শুরু | ১লা নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৮ই নভেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :-
টিচার নোটিফিকেশন | ডাউনলোড |
টিচার আবেদন ফর্ম | ডাউনলোড |
গ্রুপ-ডি নোটিফিকেশন | ডাউনলোড |
গ্রুপ-ডি আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box