Breaking





Saturday, November 12, 2022

জওহরলাল ইনস্টিটিউটে ৪৩৩টি শূন্যপদে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি | Jawaharlal Institute Nursing Officer Recruitment 2022

মোট ৪৩৩টি শূন্যপদে জওহরলাল ইনস্টিটিউটে নার্স পদে চাকরি | বেতন মাসিক বেতন ৪৫,০০০টাকা 

মোট ৪৩৩টি শূন্যপদে জওহরলাল ইনস্টিটিউটে নার্স পদে চাকরি | বেতন মাসিক বেতন ৪৫,০০০টাকা
জওহরলাল ইনস্টিটিউটে নার্স নিয়োগ
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফে Jawaharlal Institute Nursing Officer Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৪৩৩টি শূন্যপদে নার্সিং অফিসার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : Nursing Officer (নার্সিং অফিসার)

মোট শূন্যপদ : ৪৩৩ টি।

শিক্ষাগত যোগ্যতা : ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing কোর্স করা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।

আবেদনকারীদের বয়সসীমা : ১লা ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : ৪৪,৯০০ টাকা।

আবেদন ফি বা মূল্য : এইপদে আবেদনের জন্য Unreserved/ EWS/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ১৫০০ টাকা ও SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ১২০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এবং PWBD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

আবেদন কীভাবে করবেন : নিচের দেওয়া অফিশিয়াল লিংক থেকে প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। Annexure-I, Annexure-II, Annexure-III, Annexure-IV ও Annexure-V ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান : জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রেজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ, পুদুচেরি।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা : ১৮ই ডিসেম্বর ২০২২

পশ্চিমবঙ্গের পরিক্ষা কেন্দ্র : কলকাতা।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ৭ই নভেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১লা ডিসেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box