নবান্নে স্বরাষ্ট্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | মাসিক বেতন ১,২৫,০০০ টাকা | আবেদন চলবে ২৮শে নভেম্বর ২০২২
![]() |
নবান্নে চাকরির বিজ্ঞপ্তি |
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্নের পক্ষ হইতে Nabanna Recruitment Notification 2022 প্রকাশিত হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কনসালটেন্ট এবং জুনিয়র কনসালটেন্ট পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাত পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :- Consultant (কনসালটেন্ট।)
মোট শূন্যপদ :- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতকোত্তর হতে হবে। MBA/MPA/MPP ইত্যাদি করা থাকতে হবে। অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।
বয়সসীমা :- ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৬ বছরের কম হতে হবে।
মাসিক বেতন :- ১২৫০০০/- টাকা।
পদের নাম :- Junior Consultant (জুনিয়র কনসালটেন্ট।)
মোট শূন্যপদ :- ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতকোত্তর হতে হবে। MBA/MPA/MPP ইত্যাদি করা থাকতে হবে। অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।
বয়সসীমা :- ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৬ বছরের কম হতে হবে।
মাসিক বেতন :- ৭৫০০০/- টাকা।
আবেদন ফি বা মূল্য :- উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না৷
আবেদন পদ্ধতি :- অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন কীভাবে করবেন :- নীচের দেওয়া লিংক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এরপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করে aslha.hha-wb@gov.in এই ই-মেইলে পাঠাতে হবে।
অফলাইনে আবেদন কীভাবে করবেন :- নীচের দেওয়া লিংক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এরপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- Deputy Secretary, GE Branch, Home and Hill Affairs Department, Government of West Bengal, Room Nom 505, NABANNA, Shibpur, Howrah-711102
নিয়োগ পদ্ধতি :- ডকুমেন্ট ভেরিফিকেশন ও পারসোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :-
আবেদন প্রক্রিয়া শুরু | ১১ই নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৮শে নভেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :-
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box