Breaking





Friday, December 09, 2022

রাজ্যে আশা কর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | South 24 Parganas District Asha Karmi Recruitment 2022

রাজ্যে আশা কর্মী পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাধ্যমিক পাশে আবেদন করুন 

রাজ্যে আশা কর্মী পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাধ্যমিক পাশে আবেদন করুন
রাজ্যে আশা কর্মী পদে চাকরি
প্রিয় পাঠকেরা,
রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আশা কর্মী পদে নিয়োগ করানো হবে।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : Asha Karmi (আশা কর্মী)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা : ১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন : নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : To The Office of the Block Development Officer, Magrahat-1 Development. Block, Village- Usthi P .o- Usthi, P.s- Usthi, Dist-South 24 Parganas, Pin-753375.

শূন্যপদের বিন্যাস : দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমারের অন্তর্গত মগরাহাট-১ নং ব্লকের পায়রাচালী উপসাস্থ্য কেন্দ্রে নিয়োগ করানো হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র :
  • জন্মতারিখের শংসাপত্র।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
  • জাতিগত প্রমাণপত্র।
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
  • পাসপোর্ট সাইজের ছবি।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ৭ই ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২৩শে ডিসেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box