Breaking





Tuesday, December 13, 2022

রাজ্যে ফুড সেফটি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি | WB Food Safety Officer Recruitment 2022

রাজ্যে স্থায়ী ফুড সেফটি অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাসিক বেতন ৩৫,৮০০ টাকা 

রাজ্যে স্থায়ী ফুড সেফটি অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাসিক বেতন ৩৫,৮০০ টাকা
ফুড সেফটি অফিসার পদে নিয়োগ
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ হইতে WB Food Safety Officer Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ২২টি শূন্যপদে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

Employment NoR/FSO/48/2022
পদের নামFood Safety Officer (ফুড সেফটি অফিসার)
মোট শূন্যপদ ➔ ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা ➔ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফুড টেকনোলজি/ ডেইরি টেকনোলজি/ বায়োটেকনোলজি/ অয়েল টেকনোলজি/ এগ্রিকালচার সাইন্স/ ভেটেরিনারি সাইন্স/ মাইক্রো বায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা ➔ ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➔ পে লেভেল অনুযায়ী ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা।

Employment NoR/SAMO/34/2022
পদের নামSenior Ayurvedic Medical Officer (সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার)
মোট শূন্যপদ ➔ ৩২ টি।
শিক্ষাগত যোগ্যতা ➔ ইন্ডিয়ান মেডিসিন কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ বছরের আয়ুর্বেদিক মেডিকেলে ডিগ্রী করা থাকতে হবে।
বয়সসীমা ➔ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➔ পে লেভেল অনুযায়ী ৫৬,১০০ টাকা সহ গ্ৰেড পে দেওয়া হবে।

আবেদন ফি বা মূল্য ➔ আবেদন ফি বাবদ UR প্রার্থীদের ক্ষেত্রে ২১০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীর ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➔ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➔ নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য স্ক্যান করে আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➔ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১৬ই ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৩০শে ডিসেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক

Official Notification Download
Food Safety Officer Download
Ayurvedic Medical Officer Download
Apply Now Click Here
Official Website Click Here
Join Telegram Click Here

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box