Breaking





Saturday, December 03, 2022

WBPSC-র মাধ্যমে রাজ্যে লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | WBPSC Library Assistant Recruitment 2022

রাজ্যে PSC-র মাধ্যমে লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাসিক বেতন ৩২,১০০ টাকা 

রাজ্যে PSC-র মাধ্যমে লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাসিক বেতন ৩২,১০০ টাকা
রাজ্যে লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে WBPSC Library Assistant Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। রাজ্যে Library Assistant পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামLibrary Assistant (লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট)

মোট শূন্যপদ ➟ ০৫ টি। (UR-০২, SC-০২, OBC-০১)

শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রী সহ লাইব্রেরী সাইন্সে ডিগ্ৰী থাকতে হবে এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➟ ১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ➟ পে লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা।

নিয়োগ পদ্ধতি ➟ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, Screening Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদন ফি বা মূল্য ➟ আবেদন ফি বাবদ UR প্রার্থীদের ক্ষেত্রে ১৬০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৪০% উপরের আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➟ নিচে দেওয়া লিংকে ক্লিক করে “Appendix-I” আবেদন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নিতে হবে। এরপর অফিশিয়াল ওয়েবসাইট ➟ www.wbpsc.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ৬ই ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২৭শে ডিসেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
Appendix-I ফর্ম ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box