ভারতীয় সেনাবাহিনীতে এপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | প্রতিমাসে স্টাইপেন্ড ১১,৭৮৬ টাকা
![]() |
ইন্ডিয়ান আর্মিতে এপ্রেন্টিস পদে নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান আর্মির তরফে Indian Army Apprentice Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ২৮৩টি শূন্যপদে ট্রেড এপ্রেন্টিস ও গ্রাজুয়েট/ ডিপ্লোমা টেকনিকাল এপ্রেন্টিস পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :: Trade Apprentice (EX-ITI)
মোট শূন্যপদ :: ২৮০ টি।
শিক্ষাগত যোগ্যতা :: সংশ্লিষ্ট ট্রেডে ITI Course করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা :: ১লা অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৪ বছরের উপরে হতে হবে।
পদের নাম :: Graduate/ Diploma Technical Apprentice
মোট শূন্যপদ :: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Engineering -এ Degree/ Diploma করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা :: ১লা অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৪ বছরের উপরে হতে হবে।
মাসিক স্টাইপেন্ড :: প্রতিমাসে স্টাইপেন্ড ৯,১৬৭ থেকে ১১,৭৮৬ টাকা।
আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন :: প্রার্থীদের প্রথমে কেন্দ্রীয় সরকারের Apprentice পোর্টালে গিয়ে বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করা একনলেজমেন্ট নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :: visitors room of 512 Army Base Workshop, kirkee, pune-411003
নিয়োগ পদ্ধতি :: প্রার্থীদের লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন পক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন পক্রিয়া শেষ | ৫ই ফেব্রুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box