Breaking





Sunday, January 22, 2023

কেন্দ্রীয় সরকারের উপকূলীয় রক্ষক বাহিনীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Indian Coast Guard Navik Recruitment Notification 2023

২৫৫টি শূন্যপদে ভারত সরকারের উপকূলীয় রক্ষক বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন 

২৫৫টি শূন্যপদে ভারত সরকারের উপকূলীয় রক্ষক বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
উপকূলীয় রক্ষক বাহিনীতে কর্মী নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ হইতে Indian Coast Guard Navik Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে মোট 255টি শূন্যপদে নাবিক পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামNavik (Domestic Branch)
মোট শূন্যপদ৩০ টি। (UR-১২, EWS-০২, OBC-১০, ST-২, SC-৪)
শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ➥ ০১লা সেপ্টেম্বর ২০০১ থেকে ৩১শে আগস্ট ২০০৫ জান্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

পদের নামNavik (General Duty)
মোট শূন্যপদ২২৫ টি। (UR-৮৮, EWS-২২, OBC-৬১, ST-২২, SC-৩২)
শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Maths and Physics নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ➥ ০১লা সেপ্টেম্বর ২০০১ থেকে ৩১শে আগস্ট ২০০৫ জান্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি বা মূল্য ➥ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন কীভাবে করবেন ➥ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ৬ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ১৬ই ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box