Breaking





Tuesday, January 24, 2023

NLC India-তে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | NLC Graduate Apprentice Recruitment Notification 2023

৬২৬টি শূন্যপদে NLC India-তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | প্রতিমাসে স্টাইপেন্ড ১৫,০০০ টাকা 

৬২৬টি শূন্যপদে NLC India-তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | প্রতিমাসে স্টাইপেন্ড ১৫,০০০ টাকা
626টি শূন্যপদে NLC India-তে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তরফে NLC Graduate Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে গ্রাজুয়েট এপ্রেন্টিস ও টেকনিকাল এপ্রেন্টিস পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামGraduate Apprentice (গ্রাজুয়েট এপ্রেন্টিস)
মোট শূন্যপদ৩১৮ টি
যে সমস্ত পদে নিয়োগ করানো হবে ➱ Mechanical Engineering, Electrical Engineering, Civil Engineering, Instrumentation, Chemical, Mining Engineering, Computer Science, Electronic & Communication, Pharmacy
শিক্ষাগত যোগ্যতা ➱ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইন্জিনিয়ারিং বা টেক্নোলজিতে ডিগ্রি করা থাকতে হবে।
প্রশিক্ষণের সময়সীমা ➱ ১ বছর।
মাসিক স্টাইপেন্ড ➱ প্রতিমাসে ১৫,০২৮ টাকা।

পদের নামTechnical (Diploma) Apprentice (টেকনিকাল এপ্রেন্টিস)
মোট শূন্যপদ৩০৮ টি
যে সমস্ত পদে নিয়োগ করানো হবে ➱ Mechanical Engineering, Electrical Engineering, Civil Engineering, Instrumentation, Chemical, Mining Engineering, Computer Science, Electronic & Communication
শিক্ষাগত যোগ্যতা ➱ যেকোনো স্বীকৃত টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে ইন্জিনিয়ারিং বা টেক্নোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে।
প্রশিক্ষণের সময়সীমা ➱ ১ বছর।
মাসিক স্টাইপেন্ড ➱ প্রতিমাসে ১২,৫২৪ টাকা।

আবেদন পদ্ধতি ➱ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➱ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ২৩শে জানুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ৩১শে জানুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box