Breaking





Tuesday, February 14, 2023

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | India Post Payments Bank Manager Recruitment 2023

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | আবেদন চলবে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত 

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | আবেদন চলবে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে কর্মী নিয়োগ
প্রিয় বন্ধুগণ,
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB)-এর তরফে India Post Payments Bank Manager Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েশন পাশে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারIPPB/HR/CO/RECT./2022-23/04

পদের নাম ⇛ Junior Associate (IT)
মোট শূন্যপদ ⇛ ১৫ টি।

পদের নাম ⇛ Assistant Manager (IT)
মোট শূন্যপদ ⇛ ১০ টি।

পদের নাম ⇛ Manager (IT)
মোট শূন্যপদ ⇛ ০৯ টি।

পদের নাম ⇛ Senior Manager (IT)
মোট শূন্যপদ ⇛ ৫ টি।

পদের নাম ⇛ Chief Manager (IT)
মোট শূন্যপদ ⇛ ০২ টি।

শিক্ষাগত যোগ্যতা ⇛ প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি অন্যান্য পেশাগত কোর্স করে থাকতে হবে। প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ডিপার্টমেন্ট অফ পোস্টে কর্মরত হয়ে থাকতে হবে। বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি পড়ুন।

বয়সসীমা ⇛ উপরের প্রতিটি পদ গুলির জন্য আবেদনকারীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ি।

আবেদনের শেষ তারিখ২৮শে ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box