রাজ্যের ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
রাজ্যের ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
ভারত সরকারের সাউথ ইস্টার্ন কোল্ড ফিল্ডস লিমিটেডের তরফে SECL Mining Sirdar Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৪০৫টি শূন্যপদে মাইনিং শিড়দার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার : 2490 DW& FWS/ ASHA
পদের নাম : আশা কর্মী
মোট শূন্যপদ : ১৭৪ টি।
শূন্যপদের বিন্যাস : পূর্ব বর্ধমান জেলার ( Sadar North-৭০, Sadar South-৩৮, Kalna-৪১, Katwa-২৩) সাব ডিভিশনে প্রার্থীদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
বয়সসীমা : ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে নিচের দেওয়া ঠিকানায় আলাদা আলাদা ব্লকে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : To The SDO & Member Secretary Asha Selection Committee, __Sub Division, Purba Bardhaman.
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন পক্রিয়া শুরু | ১লা ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box