ক্যালকম ভিশন লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক স্টাইপেন্ড ১১,০০০ টাকা
![]() |
ক্যালকম ভিশন লিমিটেডে নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের ক্যালকম ভিশন লিমিটেডের পক্ষ থেকে NATS Diploma Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে এপ্রেন্টিসশীপ পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ⇛ Apprenticeship (এপ্রেন্টিসশীপ)।
মোট শুন্যপদ ⇛ ২১০ টি।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে ⇛
- Mechanical Diploma
- Electrical Engineering
- Electronics & Communication Engineering
- Electronics & Instrumentation Engineering
শিক্ষাগত যোগ্যতা ⇛ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Engineering/ Technology-তে ডিপ্লোমা করা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ⇛ Apprenticeship Act অনুযায়ী আবেদনকারীদের বয়স নির্ধারণ করা হবে।
মাসিক স্টাইপেন্ড ⇛ প্রতিমাসে ১১,০০০ টাকা।
আবেদন পদ্ধতি ⇛ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
✪ এই নিয়োগ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ ⇛
আবেদন প্রক্রিয়া শুরু | ১৩ই মার্চ ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৩০শে মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ⇛
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box