পূর্ব বর্ধমান জেলায় প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ | স্নাতক পাশে আবেদন করুন
![]() |
রাজ্যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২৩ |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। রাজ্যে সরকারের স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তির মাধ্যমে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
- বিজ্ঞপ্তি নাম্বার ⇨ 2617/DH&FWS/II-10
- পদের নাম ⇨ Programme Assistant
- মোট শূন্যপদ ⇨ ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা ⇨ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ⇨ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
- মাসিক বেতন ⇨ ২২,০০০ টাকা।
- বিজ্ঞপ্তি নাম্বার ⇨ 2618/DH&FWS/II-9
- পদের নাম ⇨ Multi Rehabilitation Workers
- মোট শূন্যপদ ⇨ ২৫ টি। (UR-১৩, SC-০৬, ST-০২, OBC-০৪)
- শিক্ষাগত যোগ্যতা ⇨ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physiotherapy -তে Bachelor Degree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ⇨ প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন ⇨ ১৮,০০০ টাকা।
আবেদন ফি বা মূল্য ⇨ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ও SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।
আবেদন পদ্ধতি ⇨ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ⇨ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ⇨
আবেদন প্রক্রিয়া শুরু | ৯ই মার্চ ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৩১শে মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ⇨
অফিশিয়াল নোটিফিকেশন ১ | ডাউনলোড |
অফিশিয়াল নোটিফিকেশন ২ | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box