ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ | মাসিক বেতন ২৪,০০০ টাকা
![]() |
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 |
প্রিয় পাঠকেরা,
কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির তরফে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➼ 04/Kolkata City NUHM Society/ 2023-24
পদের নাম ➼ Medical Officer (মেডিকেল অফিসার)
মোট শূন্যপদ ➼ ৫৯ টি।
শিক্ষাগত যোগ্যতা ➼ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা সমতুল্য ডিগ্রী থাকতে হবে। এছাড়া ন্যূনতম ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➼ ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➼ ২৪,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি ➼ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➼ নীচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স সহিত ইন্টারভিউয়ের স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান ➼ Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata-700013
প্রয়োজনীয় ডকুমেন্টস ➼
- জন্ম শংসাপত্র।
- শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
- ইন্টার্নশিপের শংসাপত্র।
- জাতিগত শংসাপত্র।
- সচিত্র শংসাপত্র।
- বসবাসের শংসাপত্র।
ইন্টারভিউয়ের তারিখ ➼ ৪ঠা আগস্ট ২০২৩
ইন্টারভিউয়ের সময় ➼ সকাল ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে।
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➼
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box