স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক পদে চাকরির সুযোগ ২০২৩ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
ভারতীয় স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগ |
প্রিয় বন্ধুরা,
ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে SBI Clerk Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৮ হাজারের বেশি শূন্যপদে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➟ CRPD/CR/2023-24/27
পদের নাম ➟ Junior Associate (Clerk)
মোট শূন্যপদ ➟ ৮,২৮৩ টি।
শূন্যপদের বিন্যাস ➟
- UR : ৩৫১৫ টি।
- SC : ১২৮৪ টি।
- ST : ৭৪৮ টি।
- EWS : ৮১৭ টি।
- OBC : ১৯১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➟ ১৯,৯০০/- মাসিক বেতন সহ অন্যান্য ভাতা।
আবেদন ফি বা মূল্য ➟
UR, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা।
SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু | ১৭ই নভেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৭ই ডিসেম্বর ২০২৩ |
✰ এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box