Breaking





Saturday, November 18, 2023

ভারতীয় স্টেট ব্যাংকে ৮ হাজার ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি | SBI Clerk Recruitment 2023

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক পদে চাকরির সুযোগ ২০২৩ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক পদে চাকরির সুযোগ ২০২৩ | গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন
ভারতীয় স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগ
প্রিয় বন্ধুরা,
ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে SBI Clerk Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৮ হাজারের বেশি শূন্যপদে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারCRPD/CR/2023-24/27

পদের নামJunior Associate (Clerk)

মোট শূন্যপদ৮,২৮৩ টি।

শূন্যপদের বিন্যাস
  • UR : ৩৫১৫ টি।
  • SC : ১২৮৪ টি।
  • ST : ৭৪৮ টি।
  • EWS : ৮১৭ টি।
  • OBC : ১৯১৯ টি।

শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন১৯,৯০০/- মাসিক বেতন সহ অন্যান্য ভাতা।

আবেদন ফি বা মূল্য
UR, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা।
SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১৭ই নভেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ৭ই ডিসেম্বর ২০২৩

এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box