Breaking





Tuesday, September 21, 2021

গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২ : Mathematics Practice Set Part - 2 Bengali PDF Download

গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২ : Mathematics Practice Set Part - 2 Bengali PDF Download

Mathematics Practice Set Part - 2 Bengali PDF Download
গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য গণিত প্র্যাকটিস সেট পর্ব - ২ PDF টি আপনাদের মাঝে বিনামূল্যে সরবরাহ করছি। যেটিতে বাছাই করা মোট ৫৩ টি অঙ্ক এবং তার উত্তর রয়েছে। এটি SSC, PSC,Primary TET, WBP Constable, Clerkship, Food SI, ICDS, CTET সহ সমস্ত পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে সাহায্য করবে।

              সুতরাং আর দেরি না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে Mathematics Practice Set Part - 2 সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি সংগ্রহ করে নিন।

কিছু নমুনা:-

1. একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরের একটি রাস্তা আছে, রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 88 মিটার হলে, রাস্তার প্রস্ত কত ?
[A] 14 মিটার
[B] 8 মিটার
[C] 5.3 মিটার
[D] 10.5 মিটার

2. একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সেমি ?
[A] 5.169
[B] 6.928
[C] 8.65
[D] 7.462

3. একটি বর্গাকার মাঠকে 160 টাকা প্রতি হেক্টর লেভেলিং এবং টার্ফিং করতে মোট খরচ হয় 2624.40 টাকা, যদি, যদি মাঠটিকে 25 পয়সা প্রতি মিটার বের দিয়ে ঘিরতে হয়, তবে মোট খরচ কত হবে ?
[A] 325 টাকা
[B] 350 টাকা
[C] 405 টাকা
[D] 450 টাকা

4.  P নল, Q নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা Q নল দ্বারা খালি হতে যে সময় লাগে P নল দ্বারা খালি হতে 15 মিনিট কম সময় লাগে, একত্রে নল দুটির দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে ?
[A] 5 মিনিটে
[B] 7 মিনিটে
[C] 11 মিনিটে
[D] 4 মিনিটে

5. যদি 30 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 720 টাকা মজুরি পায়, তাহলে 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কত টাকা মজুরি পাবে ?
[A] 840 টাকা
[B] 810 টাকা
[C] 890 টাকা
[D] 950 টাকা

6. নারু একটি কাজ 20 দিনে এবং গোপাল 25 দিনে করতে পারে, দুজন একত্রে কাজ শুরু করার 5 দিন পর গোপাল চলে যায় | অবশিষ্ট কাজ শেষ করতে নারুর কতদিন সময় লাগে ?
[A] 11 দিন
[B] 13 দিন
[C] 16 দিন
[D] 17 দিন

7. স্রোতের গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার/ ঘন্টা হলে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত ?
[A] 28 কিমি/ঘন্টা
[B] 23 কিমি/ঘন্টা
[C] 11 কিমি/ঘন্টা
[D] 21 কিমি/ঘন্টা

8. 54 কিমি/ঘন্টা = ? মিটার/সেকেন্ড
[A] 13
[B] 20
[C] 26
[D] 15

9. দুটি ক্রমিক কমিশন 10% ও 20% - এর তুল্য কমিশন কত ?
[A] 23%
[B] 28%
[C] 21%
[D] 25%


10. একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়, বিক্রয়মূল্য 56.25 টাকা বৃদ্ধি করলে লাভ হয় 10%, ঘড়িটির ক্রয়মূল্য কত ?
[A] 375 টাকা
[B] 350 টাকা
[C] 530 টাকা
[D] 570 টাকা

11. একজন দোকানদার 10 টাকায় 12 টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10 টি বেলুন বিক্রি করে, তার লাভের হার কত ?
[A] 30%
[B] 34%
[C] 40%
[D] 44%

12. একজন বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচে, যদি সে সেটি 25% কম দামে কিনত এবং বিক্রি করবার সময় 10 টাকা ছাড় দিত, তবে সে 40% লাভ করত | সানগ্লাসের ক্রয়মূল্য কত ?
[A] 30 টাকা
[B] 40 টাকা
[C] 50 টাকা
[D] 60 টাকা

13. যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় তবে বার্ষিক 10% হারে 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 180.80
[B] 1008.80
[C] 1088.80
[D] 1080

14. একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়, সুদের হার কত ?
[A] 25%
[B] 50%
[C] 75%
[D] 100%

15. 1600 টাকার ওপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণ 252 টাকা হলে, বার্ষিক সুদের হার কত ?
[A] 63/4%
[B] 64/1%
[C] 62/1%
[D] 5%

16. রাম 9000 টাকা বিনিয়োগে একটি ব্যাবসা শুরু করে, 5 মাস পর শ্যাম 8000 টাকা নিয়ে সেই ব্যাবসায় যোগ দেয় | বছরের শেষে 6970 টাকা লাভ হলে শ্যাম লাভ বাবদ কত টাকা পায় ?
[A] 1900 টাকা
[B] 2200 টাকা
[C] 2300 টাকা
[D] 2550 টাকা

17. A, B ও C একটি যৌথ ব্যাবসায় 1 : 2 : 3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 তাদের লাভের অনুপাত কত ?
[A] 1 : 3 : 2
[B] 1 : 4 : 9
[C] 4 : 9 : 1
[D] 2 : 3 : 1

18. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফলের হ্রাস/বৃদ্ধি কত ?
[A] 4.5 বৃদ্ধি
[B] 5.4 বৃদ্ধি
[C] 5.4 হ্রাস
[D] 4.5 হ্রাস

19. 1400 – এর x% = 119 হলে, x = ?
[A] 5.8
[B] 15
[C] 26
[D] 8.5

20. একটি বাগানে 5000 টি চারাগাছ রয়েছে, যার মধ্যে 5% হল গোলাপের এবং 1% হল গাঁদাফুলের চারাগাছ, বাগানে কতগুলি অন্যান্য চারাগাছ আছে ?
[A] 4150
[B] 4400
[C] 4700
[D] 4725



File Details::
File Name: Mathematics Practice Set Part - 2
File Format: PDF
No. of Pages: 6
File size: 3.7 MB


Click Here to Download

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box