Breaking





Wednesday, September 22, 2021

Bengali GK Express Part-171 | বাংলা জিকে এক্সপ্রেস

Bengali GK Express Part-171 | বাংলা জিকে এক্সপ্রেস 

Bengali GK Express Part-171 | বাংলা জিকে এক্সপ্রেস
বাংলা জিকে
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Express Part-171 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Express Part-171

⦿ পানি পথের তৃতীয় যুদ্ধের পর মারাঠা পেশোয়া হন কে - মাধব রাও

⦿ “The Environment Protection Act of India” পাশ হয় কবে - ১৯৮৬ সালে

⦿ টিন, সিসা ও বিসমাথের সংকর ধাতুর নাম কী - রোজ মেটাল

⦿ “The Secret Chord” উপন্যাসটির লেখক কে - জেরালডিন ব্রুকস

⦿ উত্তর মেরু বিজয়ী বিশ্বের প্রথম পুরুষ কে ছিলেন - ফ্রেডেরিক কুক (১৯০৮), রবার্ট এডুইন পিয়েরি (১৯০৯)

⦿ দক্ষিণ মেরু বিজয়ী বিশ্বের প্রথম পুরুষ কে ছিলেন - রোয়াল্ড অ্যামুন্ডসেন (নরওয়ে)

⦿ মানব দেহে মোট পেশির সংখ্যা কত - ৬৩৯টি

⦿ ইউপিএসসির চেয়ারম্যানকে নিযুক্ত করেন কে - রাষ্ট্রপতি

⦿ গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী - নক্রেক

⦿ শাহজাহাননামা গ্রন্থের রচয়িতা কে - ইনায়াত খান

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box