Breaking





Tuesday, September 21, 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-170

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-170 

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-170
জিকে প্রশ্ন ও উত্তর
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Album Part-170 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Album Part-170

⦿ কোন মৌলের অভাবে গলগন্ড রোগ হয় - আয়োডিন

⦿ কোন রাসায়নিক যৌগকে “ক্যালোমেল” বলা হয় - মারকিউরাস ক্লোরাইড

⦿ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কী - সাত-এল-আরব

⦿ “কিরাতার্জুনীয়ম নামক” মহাকাব্য রচনা করেন কে - ভারবি

⦿ জাহাঙ্গীরের পূর্বনাম কী ছিল - নুরুদ্দীন মহম্মদ সেলিম

⦿ ডিজেল তেলের গুণমান কোন সংখ্যার দ্বারা প্রকাশ করা হয় - সিটেন সংখ্যা

⦿ DDT-এর পুরো নাম কী - ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন‍

⦿ আকবর প্রবর্তিত ধর্মমতের নাম কী - দীন-ই-ইলাহী

⦿ সপুষ্পক উদ্ভিদের কোন অংশটি ফলে পরিনত হয় - ডিম্বাশয়

⦿ ফেরেলের সূত্র কিসের সঙ্গে সম্পর্কযুক্ত - বায়ুপ্রবাহের দিক

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box