Breaking





Monday, September 20, 2021

Daily GK Dose in Bengali Part-169 || জিকে ডোজ

Daily GK Dose in Bengali Part-169 || জিকে ডোজ 

Daily GK Dose in Bengali Part-169
জিকে ডোজ
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Dose in Bengali Part-169 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Dose Part-169

⦿ মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে - মেহবুব খান

⦿ STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি - নিউ দিল্লী (STD কোড ০১১)

⦿ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি - ফ্যাদোমিটার (Fathometer)

⦿ ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় - ১৭৮৪ খ্রিস্টাব্দে

⦿ ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল - টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে

⦿ পঞ্চমবেদ কাকে বলা হয় - মহাভারত

⦿ শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে পালন করা হয় - ৪ঠা ফেব্রুয়ারি

⦿ Mr.India চলচ্চিত্রে মোগাম্বোর ভূমিকায় কে অভিনয় করেছিলেন - অমরীশ পুরী

⦿ “The Complete Man” -কোন কোম্পানির স্লোগান - Raymond

⦿ মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মান করেন কে - নবাব নাজিম হুমায়ুনজার

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box