Bengali GK Class Part-168 | জিকে ক্লাস
![]() |
জিকে ক্লাস |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Class Part-168 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Class Part-168
⦿ কোন দেশের সংসদ বা পার্লামেন্টের নাম কোর্টেস - স্পেন
⦿ বোকারো স্টিল প্লান্ট কোন দেশের সাহায্যে তৈরি করা হয়েছিল - সোভিয়েত ইউনিয়ন
⦿ ভারতের কোন রাজ্যে কালবৈশাখী বরদৈছিলা নামে পরিচিত - অসম
⦿ ‘Wide Angle’-আত্মজীবনীটি কার - অনিল কুম্বলে
⦿ কার ঘোড়ার নাম ছিল চেতক - রানা প্রতাপ সিং
⦿ কোন বছর ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে - ১৯০০ সালে
⦿ বসুমিত্র কততম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন - চতুর্থ
⦿ নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর কাকে বলা হয় - লাসা (তিব্বত)
⦿ কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড - ভিটামিন B9
⦿ বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় - ৪ঠা ফেব্রুয়ারী
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box