Breaking





Saturday, September 18, 2021

Bangla GK Capsule Part-167 || জিকে ক্যাপসুল

Bangla GK Capsule Part-167 || জিকে ক্যাপসুল 

Bangla GK Capsule Part-167
জিকে ক্যাপসুল
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Capsule Part-167 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bangla GK Capsule Part-167

⦿ ভারতের সংসদ ভবনটির উদ্বোধন করেন কে - লর্ড আরউইন

⦿ সংবিধানের কোন ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে - ধারা ৩৬৫

⦿ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায় - গুজরাট

⦿ মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছিল - গঙ্গা

⦿ ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয় - কৃষ্ণা-গোদাবরী বদ্বীপ অঞ্চল

⦿ অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস - নর্মদা

⦿ কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত - পিরপাঞ্জাল ও জাস্কর

⦿ Letters from Burma নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন - অং সান সু চি

⦿ কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় - ১৯৪৮ সালে

⦿ নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল - ব্যাঘ্র

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box