Breaking





Monday, September 20, 2021

WBP Constable Preliminary 2021 Practice Set 04 in Bengali PDF Download

WBP Constable Preliminary 2021 Practice Set 04 PDF | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF 

WBP Constable Preliminary 2021 Practice Set 04 in Bengali PDF Download
পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট
নমস্কার বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সাহায্য করতে আজকে আপনাদের সঙ্গে WBP Constable Prilims 2021 Practice Set 04 PDF টি শেয়ার করছি। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক সারিবদ্ধভাবে ৫০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্র উপস্থাপন করা আছে, যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে আগত WBP পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবেন।

           সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন, যাতে করে অফলাইনে প্র্যাকটিস করতে আপনাদের সুবিধে হয়।

WBP Constable Preliminary Practice Set 04

01. ভারতের জাতীয় প্রতীকের নিম্নের কোন নীতি বাক্যটি লেখা আছে ?
A. সত্যমেব জয়তে
B. সত্যম শিবম সুন্দরম
C. জয়হিন্দ
D. সত্যম শিবম

02. রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক হয়েছিল কিসের জন্য ?
A. শান্তির জন্য
B. শিল্পের জন্য
C. পরিবেশের জন্য
D. সমাজের জন্য

03. "ভারতীয় সেনা দিবস" কবে পালিত হয় ?
A. ১৫ জানুয়ারি
B. ১৮ সেপ্টেম্বর
C. ৯ এপ্রিল
D. ২৬ আগস্ট

04. ১৬২১ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাটি কোথায় স্থাপন করেছিল ?
A. মাদ্রাজ
B. সুরাট
C. কালিকট
D. কোচিন

05. ভারতীয় বাজেটের জনক কাকে বলা হয় ?
A. নরসিমা রাও
B. এম এস স্বামীনাথন
C. নন্দলাল বসু
D. প্রশান্তচন্দ্র মহলানবিশ

06. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন শহরে হয়েছিল ?
A. লাহোর
B. মিরাট
C. অমৃতসর
D. আগ্রা

07. কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয় ?
A. আবুল কালাম আজাদ
B. মহাত্মা গান্ধী
C. মতিলাল নেহেরু
D. পন্ডিত জওহরলাল নেহেরু

08. ভাস্কো দা গামা কোথাকার অনুসন্ধানকারী বা পর্যটক ছিলেন ?
A. গ্রিক
B. স্প্যানিশ
C. পর্তুগিজ
D. ইতালি

09. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
A. চোখের বালি
B. চার অধ্যায়
C. ঘরে বাইরে
D. চতুরঙ্গ

10. কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয় ?
A. ১৯৪৯ সালে
B. ১৯৫০ সালে
C. ১৯৫১ সালে
D. ১৯৫২ সালে

11. DNA থেকে RNA সৃষ্টির পক্রিয়াকে কি বলে ?
A. ট্রান্সক্রিপশন
B. DNA রেপ্লিকেশন
C. RNA পলিমারাইজেশন
D. কোনটিই নয়

12. দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
A. অল্টিমিটার
B. হাইগ্রোস্কোপ
C. ব্যারোমিটার
D. ল্যাক্টোমিটার

13. কাকাবাবু কার ছদ্মনাম ?
A. গৌরকিশোর ঘোষ
B. প্রভাত কিরণ বসু
C. দ্বিজেন্দ্রলাল রায়
D. দুলালচন্দ্র মুখোপাধ্যায়

14. সুপ্রিম কোর্টের আগের নাম কি ছিল ?
A. ফেডেরাল কোর্ট অফ ইন্ডিয়া
B. ন্যাশনাল কোর্ট অফ ইন্ডিয়া
C. চিফ কোর্ট অফ ইন্ডিয়া
D. ভারতীয় উচ্চতম ন্যায়ালয়

15. নিম্নের কোন রাজ্যে দাম্পা টাইগার রিজার্ভ রয়েছে ?
A. মিজোরাম
B. পশ্চিমবঙ্গ
C. ত্রিপুরা
D. কর্নাটক

16. রেনাল স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A. ভিটামিন D
B. ভিটামিন A
C. ভিটামিন K
D. ভিটামিন C

17. মরু অঞ্চলে মৃত্তিকার অপর নাম কি ?
A. পডজল
B. সিরোজেম
C. রেহ
D. বেট

18. আর্চি চরিত্রের স্রষ্টা কে ?
A. রবার্ট
B. জর্জ হ্যারিসেন
C. বব মনটানা
D. বব মার্লে

19. নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে কি বলা হয় ?
A. নোবেল লরিয়েট
B. নোবেল ইউনা
C. নোবেল উয়রেট
D. নোবেল লর

20. ভিটামিন ই-এর রাসায়নিক নাম কি ?
A. ন্যাফথোকুইনন
B. রেটিনয়েড
C. রিবোফ্লাভিন
D. টোকোফেরল

21. দার্শনিকের উল কাকে বলে ?
A. নাইট্রিক অক্সাইড
B. জিংক অক্সাইড
C. সালফার ডাই অক্সাইড
D. কার্বন মনো অক্সাইড

22. ছাড়পত্র বিখ্যাত কাব্যগ্রন্থটি কার লেখা ?
A. দ্বিজেন্দ্রলাল রায়
B. সুকান্ত ভট্টাচার্য
C. পেমেন্দ্র মিত্র
D. সুকুমার রায়

23. ভারতের জাতীয় বাহিনীর (INA)  প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন ?
A. রাসবিহারী বসু
B. ক্যাপ্টেন মোহন সিং
C. নেতাজি সুভাষচন্দ্র বসু
D. সূর্য সেন

24. “যাযাবর” ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন ?
A. বিমল মিত্র
B. প্রমথ চৌধুরী
C. অরবিন্দ গুহ
D. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়

25. ভারতীয় সংবিধানে কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ?
A. ৬ টি
B. ৯ টি
C. ৮ টি
D. ১১ টি

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে রয়েছে


File Details::
File Name: WBP Constable Prelims Practice Set 04
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 0.72 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box