WBP Constable Preliminary 2021 Practice Set Part-03 PDF | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF
![]() |
পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-০৩ |
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য WBP Constable Prilims 2021 Practice Set Part-03 PDF টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক সারিবদ্ধভাবে ৫০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্র উপস্থাপন করা আছে, যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে আগত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।
WBP Constable Preliminary Practice Set Part-03
01. বিনয় বাদল দীনেশ কত সালে কর্নেল সিম্পসনকে গুলি করে ?
A. ১৯১৯ সালের ১৩ জুন
B. ১৯২৬ সালের ২৬ ফ্রেব্রুয়ারী
C. ১৯৩০ সালের ৮ ডিসেম্বর
D. ১৯৩৭ সালের ৫ জুলাই
02. ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন ?
A. লর্ড মিন্টো
B. জওহরলাল নেহরু
C. দাদাভাই নওরোজি
D. জামসেদজী টাটা
03. “ব্লু লাইন” – কোন দুটি দেশের মধ্যবর্তী সীমান্ত রেখা ?
A. ভারত ও পাকিস্তান
B. ভারত ও চীন
C. ইজরায়েল ও লেবানন
D. ইরাক ও ইরান
04. সোডা ক্রিস্টাল নামে পরিচিত ?
A. সোডিয়াম সালফেট
B. সোডিয়াম কার্বনেট
C. নাইট্রোজেন
D. হাইড্রোজেন
05. গের্নিকা ছবিটি কার আঁকা ?
A. পাবলো পিকাসো
B. মাইকেল এঞ্জেলা
C. ভিনসেন্ট ভ্যান গগ
D. লিওনার্দো দ্য ভিঞ্চি
06. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ?
A. ১০ ডিসেম্বর
B. ১৫ আগস্ট
C. ২৩ জুলাই
D. ১২ সেপ্টেম্বর
07. অবধুত কার ছদ্মনাম ?
A. অমৃতলাল বসু
B. দ্বিজেন্দ্রলাল রায়
C. দুলালচন্দ্র মুখোপাধ্যায়
D. গৌরকিশোর ঘোষ
08. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
A. লাল অমরনাথ
B. খান আব্দুল গফফর খান
C. মীর নিসার আলী
D. আবুল কালাম আজাদ
09. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে কাকে ?
A. মঙ্গল
B. বৃহস্পতি
C. শুক্র
D. শনি
10. প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়েছিল ?
A. ১৯২১ সালে
B. ১৯২৬ সালে
C. ১৯৩০ সালে
D. ১৯৩৮ সালে
11. US Open 2021 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে ?
A. Novak Djokovic
B. Daniil Medvedev
C. Alexander Zverev
D. Matteo Berrettin
12. ইন্টারনেট প্রযুক্তিতে ব্যবহৃত URL এর পুরো কথা কি ?
A. ইউনিক রেসপন্স লোকেটর
B. ইউনিফর্ম রিসোর্স লোকেটর
C. ইউনিক রিভার্স লোকেটর
D. ইউনিফর্ম রিমোট লোকেটর
13. International Court of Justice - এ বিচারপতির সংখ্যা কত ?
A. ১১ জন
B. ১৫ জন
C. ১৮ জন
D. ২১ জন
14. দিল্লির কোন সুলতানের উপাধি ছিল লাখবক্স ?
A. কুতুবউদ্দিন আইবক
B. মহম্মদ ঘোরি
C. সুলতান মামুদ
D. মহম্মদ বিনতুঘলক
15. পিটের ভারত শাসন আইন কত সালে হয়েছিল ?
A. ১৭৫৪ সালে
B. ১৭৬৪ সালে
C. ১৭৭৪ সালে
D. ১৭৮৪ সালে
16. মালিক গফুর কার সেনাপতি ছিলেন ?
A. মহম্মদ ঘোরি
B. আলেকজান্ডার
C. সিরাজউদ্দৌলা
D. আলাউদ্দিন খিলজি
17. ন্যাশনাল মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?
A. আব্বাস নাকভি
B. ইকবাল সিং লালপুরা
C. মহম্মদ হান্নান শাহ
D. আজিম উদ্দিন
18. আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে ?
A. বিষ্ণ শর্মা
B. কাশীরাম দাস
C. কৃষ্ণদেব রায়
D. মহাদেবী বর্মা
19. ইন্টারনেট প্রযুক্তিতে ব্যবহৃত URL এর পুরো কথা কি ?
A. ইউনিক রেসপন্স লোকেটর
B. ইউনিফর্ম রিসোর্স লোকেটর
C. ইউনিক রিভার্স লোকেটর
D. ইউনিফর্ম রিমোট লোকেটর
20. উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন কে ?
A. রাধা কৃষ্ণ মথুর
B. গুরমিত সিং
C. সত্যপাল মালিক
D. বেবী রানী মৌর্য
21. জৈন সাহিত্য কোন ভাষায় লেখা ?
A. অর্ধমাগধী বা প্রাকৃত
B. মাগধী
C. অর্ধ প্রাকৃত
D. সৌরসেনী
22. ইন্দিরা গান্ধী রিটার্নস - বইটির রচয়িতা কে ?
A. মোহন সিংভাকনা
B. মদনলাল ধিংড়া
C. খুশবন্ত সিং
D. মুন্সী প্রেমচাঁদ
23. কোন কাব্য গ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য অকাদেমি পুরস্কার পান ?
A. ঘুমিয়ে পড়ার আগে
B. উলঙ্গ রাজা
C. নীল নির্জন
D. অগ্নিবীণা
24. গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে ?
A. বাসবরাজ বোম্মাই
B. ভূপেন্দ্র প্যাটেল
C. মাঙ্গুভাই প্যাটেল
D. বিপ্লব কুমার দেব
25. পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন ?
A. মঙ্গোলিয়া
B. ফ্রান্স
C. মরক্কো
D. ইতালি
সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে রয়েছে
File Details::
File Name: WBP Constable Prelims Practice Set 03
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 0.7 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box