Breaking





Wednesday, September 22, 2021

WBP Constable GK Practice Set | 400+ GK Question & Answer for WBP Exam 2021

WBP GK in Bengali | West Bengal Police GK | WBP GK Question Answer in Bengali 

WBP Constable GK Practice Set
West Bengal Police GK
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গের আগত পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য 400+ GK Question & Answer PDFটি আজকে আপনাদের সঙ্গে করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ 400টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর উপস্থাপন করা আছে। এই প্র্যাকটিস সেটে গুলির মাধ্যমে আপনারা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।

WBP Constable GK Practice Set

০১. মহাপ্রয়াণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থলের নাম ?
উ: ডক্টর রাজেন্দ্র প্রসাদ

০২. মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে ?
উ: ক্যালসিয়াম

০৩. রামন ম্যাগসেসের পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় ?
উ: ফিলিপাইনের রাষ্ট্রপতি

০৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয়েছিল ?
উ: ১৩ এপ্রিল ১৯১৯

০৫. “ঠকচাচা” চরিত্রটি কার সৃষ্টি ?
উ: প্যারীচাঁদ মিত্র

০৬. কোন বিখ্যাত হকি খেলোয়াড় এর জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ?
উ: ধ্যানচাঁদ

০৭. ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত ?
উ: চাণক্য

০৮. ভারতের সর্বাধিক পরিমাণ কফি কোন রাজ্যে উৎপন্ন হয় ?
উ: কর্ণাটক

০৯. বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল ?
উ: গৌতমীপুত্র সাতকর্ণী

১০. জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উ: অরুণাচল প্রদেশ

১১. কার সময় কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল ?
উ: লর্ড রিপন

১২. “মাই কান্ট্রি, মাই লাইফ” - আত্মজীবনীমূলক বইটি কার লেখা ?
উ: লাল কৃষ্ণআডবানি

১৩. কোন মুঘল সম্রাট মনসবদারী প্রথা প্রচলন করেন ?
উ: মুঘল সম্রাট আকবর

১৪. ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার ?
উ: মৌলিক অধিকার

১৫. ধনাত্মক আয়নযুক্ত আয়ন কে কি বলে ?
উ: ক্যাটায়ন

১৬. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটি কি নামে পরিচিত ?
উ: তরাই ও ডুয়ার্স

১৭. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে ?
উ: তিনটি

১৮. পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কোরভাট কোন দেশে অবস্থিত ?
উ: কম্বোডিয়া

১৯. ব্রিটিশ শাসনকালে সিপাহী বিদ্রোহ কোন বছর হয়েছিল ?
উ: ১৮৫৭ সালের ১০ মে

২০. গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটি সৃষ্টি কে করেছিলেন ?
উ: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

২১. রাজপুত নীতি কে প্রবর্তন করেন ?
উ: মুঘল সম্রাট আকবর

২২. ভারত কোন সালে প্রথম বার বিশ্বকাপ ক্রিকেট জয়ী হয়েছিল ?
উ: ১৯৮৩ সালে

২৩. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন ?
উ: মহাত্মা গান্ধী

২৪. “একাওরের ডায়েরি” বইটি কে লিখেছেন ?
উ: সুফিয়া কামাল

২৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাকে “বাংলার মুকুটহীন রাজা” ও “সারেন্ডার নট” বলা হত ?
উ: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২৬. বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ?
উ: নবদ্বীপ

২৭. পেন্সিলের সীসাতে কি থাকে ?
উ: গ্রাফাইট

২৮. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উ: সরোজিনী নাইডু

২৯. “হিন্দুদের খলিফা” বলা হত কোন রাজাকে ?
উ: লক্ষণ সেন

৩০. সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম ?
উ: মহাশ্বেতা দেবী

৩১. শকারি উপাধি কে গ্রহন করেছিলেন ?
উ: গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩২. Indian War Memorial Museum কোথায় অবস্থিত ?
উ: নিউ দিল্লি

৩৩. কোন বছর থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ?
উ: ১৯৬৯ সাল

৩৪. DNA থেকে RNA সৃষ্টির পক্রিয়াকে কি বলে ?
উ: ট্রান্সক্রিপশন

৩৫. ভারতের “গোল্ডেন গার্ল” বলা হয় কাকে ?
উ: পি টি উষা

৩৬. ভোলগা কোথাকার বৃহত্তম নদী ?
উ: ইউরোপ

৩৭. কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয় ?
উ: ১৯৫১ সালে

৩৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ?
উ: জাহাঙ্গীর

৩৯. কোথায় বস্তুর ওজন শুন্য হয় ?
উ: পৃথিবীর কেন্দ্রে

৪০. কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদকে ?
উ: ডাল হ্রদকে

৪১. তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় ?
উ: মাদুরাই

৪২. সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্য করা হয় ?
উ: ৩৬ তম

৪৩. তৈমুর লং কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করেন ?
উ: ১৩৯৮ খ্রিষ্টাব্দে

৪৪. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলে ?
উ: খাদার

৪৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে ?
উ: পুরুলিয়া

৪৬. তিনবিঘা করিডোর কোন রাজ্যে রয়েছে ?
উ: পশ্চিমবঙ্গ

৪৭. “নিউ ইন্ডিয়া” নামে এক সপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন কে ?
উ: বিপিনচন্দ্র পাল

৪৮. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: জেনেভা

৪৯. ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় কাকে ?
উ: কার্শিয়াং

৫০. নাসিক প্রশস্তি (শিলালিপি) কে প্রচার করেছিলেন ?
উ: গৌতমীপুত্র সাতকর্ণী

৫১. কোন শহরে অরুন জেটলি স্টেডিয়াম অবস্থিত ?
উ: দিল্লি

৫২. বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ “দি প্রিন্স” -এর রচয়িতা কে ?
উ: নিক্কোলো মাকিয়াভেল্লি (১৫৩২)

৫৩. “কালকেতু দ্য হান্টার” - চিত্রটি কার আঁকা ?
উ: অবনীন্দ্রনাথ ঠাকুর

৫৪. ভিটামিন বি ৯ এর রাসায়নিক নাম কি ?
উ: ফলিক অ্যাসিড

৫৫. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
উ: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৫৬. ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে ?
উ: ৬ টি

৫৭. মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজ্যসভা অলংকৃত করেছিলেন ?
উ: গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৫৮. গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেন ?
উ: গুরু অঙ্গদ

৫৯. বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর হতে হবে ?
উ: ৩০ বছর

৬০. মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই - কোন চারণকবি গাইতেন ?
উ: রজনীকান্ত সেন

৬১. পারসেক একক দিয়ে কি পরিমাপ করা হয় ?
উ: মহাজাগতিক দূরত্ব

৬২. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন ?
উ: রাসবিহারী বসু

৬৩. কোন দেশকে “ইউরোপের ককপিট” বলা হয় ?
উ: বেলজিয়াম

৬৪. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহিত হয়েছিল ?
উ: লাহোর

৬৫. বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত ?
উ: কালো

৬৬. হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় ?
উ: নিজাম

৬৭. দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন ?
উ: বটুকেশ্বর দত্ত

৬৮. কালকূট ও ভ্রমর কার ছদ্মনাম ?
উ: সমরেশ বসু

৬৯. ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উ: মুম্বাই

৭০. মহম্মদ ঘোরির সেনাপতির নাম কি ?
উ: বখতিয়ার খিলজি

৭১. সতীশ ধবন মহাকাশ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উ: অন্ধ্রপ্রদেশ

৭২. প্যারিসে “বন্দেমাতরম” পত্রিকা কে সম্পদনা করতেন ?
উ: মাদাম কামা

৭৩. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রধান নেতা কে ছিলেন ?
উ: সূর্য সেন

৭৪. পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় ?
উ: এম জি রানাডে

৭৫. বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন কে ?
উ: অজিত সিং

৭৬. কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন ?
উ: শেরশাহ

৭৭. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহিত হয়েছিল ?
উ: লাহোর অধিবেশন

৭৮. পোল্যান্ডের জাতীয় প্রতীক কি ?
উ: সাদা ইগল

৭৯. তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা কে ?
উ: সত্যজিৎ রায়

৮০. “খলসার” - পথিকৃৎ কে ছিলেন ?
উ: গুরু গোবিন্দ সিং

৮১. সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ?
উ: ভিটামিন D

৮২. সিকিম কোন বছরে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উ: ১৯৭৫ সালে

৮৩. কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত ?
উ: লর্ড ডালহৌসি

৮৪. কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল ?
উ: জাকির হোসেন

৮৫. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ?
উ: নয়টি

৮৬. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
উ: ভারত ও শ্রীলংকা

৮৭. সংবিধান অনুসারে কম্পট্রলার ও অডিটর জেনারেলের কার্যকাল কত ?
উ: ৬ বছর

৮৮. তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ ?
উ: পৃষ্ঠটান

৮৯. অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ?
উ: দেবদত্ত

৯০. ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন ?
উ: ডি. উদয় কুমার

৯১. মটর গাছের মূলে অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া ?
উ: রাইজোবিয়াম

৯২. সাইন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উ: স্যার সৈয়দ আহমেদ খান

৯৩. কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় ?
উ: ড. নাথানিয়েল ওয়ালিচ

৯৪. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?
উ: সোডিয়াম কার্বনেট

৯৫. উচ্চতাজনিত ভয় কে কি বলা হয় ?
উ: এক্রোফোবিয়া

৯৬. কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন ?
উ: লর্ড ওয়েলেসলি

৯৭. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: মুম্বাই

৯৮. কোন প্রাচীন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি পাওয়া যায় ?
উ: মিশরীয় সভ্যতা

৯৯. মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় ?
উ: পিটুইটারি গ্রন্থি

১০০. বাংলায় বর্গী আক্রমণ কোন নবাবের সময়কালে হয়েছিল ?
উ: আলীবর্দী খাঁ

জিকে প্রশ্নোত্তরের সম্পূর্ণ PDF-এর লিংক নীচে রয়েছে


File Details::
File Name: 400+ GK Question & Answer
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 25
File size: 2 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box