Breaking





Wednesday, September 16, 2020

বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহের তালিকা PDF

বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহের তালিকা PDF

বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহের তালিকা PDF
বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহের তালিকা
Hi aspirants,
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহের তালিকা PDF; যেটির মধ্যে ভারতের উল্লেখযোগ্য ৩৩টি খনিজের নাম এবং সেগুলি কোন রাজ্যে প্রথম স্থানে আছে, এই সম্পর্কিত সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে | যা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ |

             WBCS সহ আরো অন্যান্য চাকরির পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন আসে | সেই সমস্ত প্রশ্ন গুলির সাথে মোকাবিলা করতে তালিকাটি সংগ্রহ করে মুখস্থ করে রাখুন |

কিছু নমুনা::

খনিজ সম্পদের নাম
শীর্ষ উৎপাদনকারী রাজ্য
বক্সাইট
ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র
চুনাপাথর
অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ
অ্যাসবেসটস
অন্ধ্রপ্রদেশ, রাজস্থান
অভ্র
অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঝারখণ্ড
গ্রাফাইট
তামিলনাড়ু, ঝারখণ্ড, ওড়িশা
দস্তা
রাজস্থান
কয়লা
ছত্রিশগড়, ঝারখণ্ড, ওড়িশা
ইউরেনিয়াম
ঝারখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ
ম্যাগনেশিয়াম
তামিলনাড়ু, উত্তরাখণ্ড, কর্ণাটক
রুপা
রাজস্থান কর্ণাটক
সোনা
কর্ণাটক, ঝারখণ্ড
লোহা
ছত্রিশগড়, ঝারখণ্ড, ওড়িশা
কায়ানাইট
ঝারখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র
জিপসাম
রাজস্থান, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু
ক্যালসাইট
রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ
সম্পূর্ণ তালিকাটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিন


File Details::
File Name: Top states in production of various mineral resources
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 257 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box