Bengali General Knowledge Practice Set Part - 9 for All Competitive Exam
![]() |
Bengali GK Practice Set |
Hi Aspirants,
পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে আজ Bengali General Knowledge Practice Set Part - 9 PDF টি আপনাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি। যেটির মধ্যে WBP Police, Railway Group D, NTPC, PSC Clerkship সহ বিভিন্ন পরীক্ষায় আসার মতো বাছাই করা ৫০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে যা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সুতরাং সময় অপচয় না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন।
কিছু নমুনা::
❏ পৃথিবীর উচ্চতম রেল স্টেশনটির নাম কি ?
উ: ঘুম ।
❏ বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে ?
উ: স্বামী বিবেকানন্দ ।
❏ কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত ?
উ: আয়ন বায়ু ।
❏ পরীক্ষা প্রথম কে আবিস্কার করেন ?
উ: হেনরি মিচেল ।
❏ কোন প্রাণীর রক্তরসে হিমোসায়ানিন থাকে ?
উ: চিংড়ি ।
❏ পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি ধান উত্পাদন হয় ?
উ: বর্ধমান ।
❏ পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় ?
উ: শিকাগো ।
❏ ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি ?
উ: মৌসিনরাম ।
❏ ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উ: এরাটোসথেনিস ।
❏ গোলাপি শহর নামে পরিচিত ?
উ: জয়পুর ।
❏ Tata Iron and Steel Company কোথায় অবস্থিত ?
উ: জামশেদপুর ।
❏ কলকাতার নাম আলীনগর কে দেন ?
উ:সিরাজউদ্দৌলা ।
❏ বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
উ: ৫ জুন ।
❏ ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে ?
উ: রবীনন্দ্রনাথ ঠাকুর ।
❏ লিপ্তপদ কোন প্রাণীর গমনে সহায়তা করে ?
উ: হাঁস ।
File Details::
File Name: General Knowledge Practice Set Part - 9
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 427 KB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box