ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা PDF - List of Nuclear Power Plants in India PDF in Bengali
![]() |
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা |
Hi Aspirants,
বাংলা জিকের অংশ হিসাবে আজকে আপনাদের সঙ্গে List of Nuclear Power Plants in India PDF টি শেয়ার করছি | যেটির মধ্যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম, কোন রাজ্যে অবস্থিত এবং তাদের ক্ষমতা সম্পর্কিত সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা থেকে প্রশ্ন আসে | তাই আর দেরী না করে নীচ থেকে থেকে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে |
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা
পারমাণবিক কেন্দ্র | রাজ্য | ক্ষমতা (মেগাওয়াট) |
---|---|---|
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু | ২,০০০ |
তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | মহারাষ্ট্র | ১,৪০০ |
রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | রাজস্থান | ১,১৮০ |
কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | গুজরাট | ১,১৪০ |
কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | কর্ণাটক | ৮৮০ |
মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু | ৪৪০ |
নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | উত্তর প্রদেশ | ৪০০ |
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে দেওয়া রয়েছে
File Details::
File Name: Nuclear Power Plants in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 1
File size: 140 KB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box