Bengali General Knowledge Practice Set Part - 10 for Competitive Exam
![]() |
Bengali General Knowledge Practice Set Part - 10 |
পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে আজ Bengali General Knowledge Practice Set Part - 10 PDF টি আপনাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি, যেটির মধ্যে WBP Police, Railway Group D, NTPC, PSC Clerkship সহ বিভিন্ন পরীক্ষায় আসার মতো বাছাই করা গুরুত্বপূর্ণ ৫০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে, যা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
সুতরাং সময় অপচয় না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন ।
কিছু নমুনা::
❖ ভারতমাতা ছবিটি কে এঁকেছিলেন ?
উ: অবনীন্দ্রনাথ ঠাকুর ।
❖ কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্টা করেন ?
উ: ওয়ারেন হেস্টিংস ।
❖ কোন দেশকে ম্যাপল পাতার দেশ বলে ?
উ: কানাডা ।
❖ আইন ই আকবরি গ্রন্থটি কার লেখা ?
উ: আবুল ফজল ।
❖ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ: দ্বারকানাথ বিদ্যাভূষণ ।
❖ ভূমিকম্পের তরঙ্গ কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উ: রিখটার স্কেল ।
❖ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন ?
উ: সূর্য সেন ।
❖ রামায়ণ বাংলায় কে অনুবাদ করেন ?
উ: কৃত্তিবাস ওঝা ।
❖ গীতগোবিন্দের রচয়িতা কে ?
উ: জয়দেব ।
❖ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
উ: এশিয়া ।
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে দেওয়া রয়েছে
File Details::
File Name: Bengali GK Practice Set Part - 10
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 2 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box