ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা PDF || List of Various Twin Cities in India PDF in Bengali
![]() |
ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা PDF |
আজ আপনাদের সঙ্গে ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা PDFটি শেয়ার করছি । যেটির মধ্যে ভারতের বিভিন্ন যমজ শহরের নাম ও কোন রাজ্যে অবস্থিত তার সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন আসে, তাই আর দেরী না করে তালিকাটি পড়ে নিন এবং প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।
কিছু নমুনা::
ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা
রাজ্য | যমজ শহর |
---|---|
পশ্চিমবঙ্গ | হাওড়া ও কলকাতা |
পশ্চিমবঙ্গ | কোচবিহার ও আলিপুরদুয়ার |
পশ্চিমবঙ্গ | শিলিগুড়ি ও জলপাইগুড়ি |
পশ্চিমবঙ্গ | জলপাইগুড়ি ও ময়নাগুড়ি |
পশ্চিমবঙ্গ | আসানসোল ও দুর্গাপুর |
পশ্চিমবঙ্গ | ব্যারাকপুর ও বারাসাত |
মহারাষ্ট্র | পুণে ও পিম্প্রি চিনচওয়াডি |
মহারাষ্ট্র | সাংলি ও মিরাজ |
মহারাষ্ট্র | মুম্বাই ও নবি মুম্বাই |
উত্তরপ্রদেশ | প্রয়াগরাজ ও নাইনি |
উত্তরপ্রদেশ | নয়ডা ও গ্রেটার নয়ডা |
উত্তরপ্রদেশ | বারানসি ও মুঘলসরাই |
উত্তরপ্রদেশ | বিজয়ওয়াদা ও গুন্টুর |
আসাম | গুয়াহাটি ও দিসপুর |
গুজরাট | সুরাট ও নবসারি |
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে দেওয়া রয়েছে
File Details::
File Name: List of Various Twin Cities in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 125 KB
More PDF | Download Link |
---|---|
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর | Click Here |
ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প | Click Here |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box