Bengali General Knowledge Practice Set Part - 11 for Competitive Exam
![]() |
Bengali General Knowledge Practice Set Part - 11 |
পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে আজ Bengali General Knowledge Practice Set Part - 11 PDF টি আপনাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি, যেটির মধ্যে WBP Police, Railway Group D, NTPC, PSC Clerkship সহ বিভিন্ন পরীক্ষায় আসার মতো বাছাই করা গুরুত্বপূর্ণ ৫০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া রয়েছে, যা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
সুতরাং সময় অপচয় না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।
কিছু নমুনা::
❏ দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?
উ: মহাপদ্মনন্দ ।
❏ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল নিম্নের কোনটি ?
উ: শাল গাছ ।
❏ ফল পাকাতে সাহায্য করে কোন কৃত্তিম হরমোন ?
উ: ইথিলিন ।
❏ সন্দেশ পত্রিকার রচয়িতা কে ছিলেন ?
উ: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।
❏ বেতাল পঞ্চবিংশতী গ্রন্থটির লেখক কে ?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
❏ সমুদ্রের উপর নির্ভর করে কোন বিপ্লব গড়ে উঠেছিল ?
উ: নীল বিপ্লব ।
❏ দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উ: সিনেমা ।
❏ সূর্যাস্ত আইন কিসের সাথে যুক্ত ?
উ: চিরস্থায়ী বন্দোবস্ত ।
❏ মনসবদার কথার অর্থ কি ?
উ: পদমর্যাদা ।
❏ পিপঁড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
উ: ফরমিক অ্যাসিড ।
❏ ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত ?
উ: চাণক্য ।
❏ ধানের বৈজ্ঞানিক সম্মত নাম কি ?
উ: ওরাইজা স্যাটিভা ।
❏ বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে ?
উ: আনন্দমঠ উপন্যাসে ।
❏ রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পান ?
উ: গীতাঞ্জলি ।
❏ চন্ডাশোক নামে কে পরিচিত ?
উ: সম্রাট অশোক ।
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে দেওয়া রয়েছে
File Details::
File Name: Bengali GK Practice Set Part - 11
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 315 KB
More PDF | Download Link |
---|---|
বাংলা জিকে প্র্যাকটিস সেট পর্ব - ১০ | Click Here |
বাংলা জিকে প্র্যাকটিস সেট পর্ব - ০৯ | Click Here |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box