ভারতের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের নববর্ষের নামের তালিকা PDF Download
![]() |
| ভারতের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের নববর্ষের নামের তালিকা |
আজকে আপনাদের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের নববর্ষের নামের তালিকা PDF টি শেয়ার করছি । যেটির মধ্যে ভারতের বভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নববর্ষের নামের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে নীচ থেকে তালিকাটি পড়ে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন । পিডিএফ এর লিংক নীচে রয়েছে ।
ভারতের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের নববর্ষের নাম
| রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | নববর্ষের নাম |
|---|---|
| পশ্চিমবঙ্গ | পয়লা বৈশাখ |
| অন্ধ্রপ্রদেশ | উগাদি |
| অরুণাচল প্রদেশ | সাংকেন |
| বিহার | হোলি |
| গুজরাট | বেস্তু বরস |
| হরিয়াণা | বৈশাখী |
| ছত্রিশগড় | হোলি |
| হিমাচল প্রদেশ | বাসোয়া, চৈত্তি |
| ঝারখণ্ড | হোলি |
| কর্ণাটক | উগাদি |
| কেরালা | বিশু |
| মধ্যপ্রদেশ | হোলি |
| মহারাষ্ট্র | গুড়ি পাদোয়া |
| মণিপুর | চেইরোবা |
| মেঘালয় | কা বম খানা শ্নং |
| ওড়িশা | মহাবিষুব সংক্রান্তি |
| পাঞ্জাব | বৈশাখী |
| রাজস্থান | হোলি |
| অসম | বোহোগ, সাংকেন |
| সিকিম | লুসাং |
| তামিলনাড়ু | পুঠান্ডু |
| তেলেঙ্গানা | গুড়ি পাদোয়া |
| ত্রিপুরা | পয়লা বৈশাখ |
| উত্তরপ্রদেশ | হোলি |
| উত্তরাখণ্ড | হোলি |
| জম্মু ও কাশ্মীর | নভরে |
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে রয়েছে
File Details::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষের নাম
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 105 KB
| More PDF | Download Link |
|---|---|
| ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব ও মেলা | Click Here |
| ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য | Click Here |

No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box