GK Notes Part-02 || জিকে নোটস
![]() |
GK Notes Part-02 |
আজকে আপনামাদের সঙ্গে GK Notes Part-02 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-02
☑ ‘খেরওয়ারী হুল’ বলতে কি বোঝায় – সাঁওতাল বিদ্রোহ
☑ ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন – ধন্দো কেশব কার্ভে
☑ পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হল – ফার্মি
☑ আলকাতরা কি থেকে তৈরী হয় – কয়লা থেকে
☑ কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না – অ্যন্টিমনি
☑ বাংলার আকবর কাকে বলা হয় – আলাউদ্দিন হোসেন শাহকে
☑ মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায় – জব্বলপুর
☑ ‘ফ্রন্টিয়ার গান্ধী’ নামে কে পরিচিত – খান আবদুল গফফর খান
☑ কি থেকে ব্রান অয়েল পাওয়া যায় – ধান
☑ পিপড়ার হুলে কোন রাসায়নিক পদার্থ থাকে – ফর্মিক অ্যাসিড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box