GK Notes Part-03 || জিকে নোটস
![]() |
GK Notes Part-03 |
আজকে আপনামাদের সঙ্গে GK Notes Part-03 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-03
🎯 পর্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন - আত্মারাম পাণ্ডুরঙ্গ
🎯 ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত – প্লুরা
🎯 কার জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয় - পন্ডিত জওহরলাল নেহরু
🎯 The Great Dictator ছবির পরিচালক কে ছিলেন - চার্লি চ্যাপলিন
🎯 অমর্ত্য সেন কত সালে নোবেল পান – ১৯৯৮ সালে
🎯 যুদ্ধ ক্ষেত্রে ‘রুমি’ কৌশল ব্যবহার করেছিলেন কে – বাবর
🎯 কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় – অ্যানথ্রাসাইটে
🎯 রক্তচাপ মাপতে আমরা কি ব্যবহার করি – স্ফিগমোম্যানোমিটার
🎯 কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত – কাবেরী
🎯 কোষের ‘প্রোটিন ফ্যাক্টরি’ কাকে বলে – রাইবোজমকে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box