GK Notes Part-04 || জিকে নোটস
![]() |
GK Notes Part-04 |
আজকে আপনামাদের সঙ্গে GK Notes Part-04 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-04
🎓 ATM এর পুরো কথাটি কি – Automated Teller Machine
🎓 কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত - আয়ন বায়ু
🎓 কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেন - উইনস্টন চার্চিল
🎓 গাছেরও প্রাণ আছে কথাটি কে বলেছেন - জগদীশ চন্দ্র বসু
🎓 আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগটি হয় – গলগন্ড
🎓 প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান - বিশ্বনাথন আনন্দ
🎓 মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত – দেরাদুন
🎓 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন - পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ
🎓 ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে – ১২ই ডিসেম্বর ১৯১১
🎓 বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় - কৃষি এবং পরিবেশের উন্নয়নে গবেষণা
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box