GK Notes Part-05 || জিকে নোটস
![]() |
GK Notes Part-05 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-05 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-05
❏ কোন গ্যাসকে লাফিং গ্যাস বলে - নাইট্রাস অক্সাইড
❏ নীলনদের দান কাকে বলা হয় – মিশরকে
❏ কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয় - লাল বাহাদুর শাস্ত্রী
❏ পশ্চিমবঙ্গে কে প্রথম ভারতরত্ন পান - বিধানচন্দ্র রায়
❏ রামকৃষ্ণ পরমহংস দেবের আসল নাম কী - গদাধর চট্টোপাধ্যায়
❏ কোন প্রাণী ত্বকের দ্বারা শ্বাসকার্য চালায় – কেঁচো
❏ সবুজ গ্রহ কোনটিকে বলা হয় – ইউরেনাস
❏ ভারতমাতা ছবিটি কে এঁকেছিলেন - অবনীন্দ্রনাথ ঠাকুর
❏ ভূমিকম্পের তরঙ্গ কোন যন্ত্র দিয়ে মাপা হয় - রিখটার স্কেল
❏ রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে - সালফিউরিক অ্যাসিডকে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box