GK Notes Part-06 || জিকে নোটস
![]() |
GK Notes Part-06 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-06 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-06
🎯 দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় - মহাপদ্মনন্দ
🎯 রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পান - গীতাঞ্জলি
🎯 ভারত ও চীনের সীমানা নির্দেশ করেছে কোন লাইন - ম্যাকমোহন লাইন
🎯 এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় - ১৭৮৪ খ্রি:
🎯 সূর্যশিশির কোন ধরনের উদ্ভিদ - মাংসাশী উদ্ভিদ
🎯 ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি - ডিগবয়
🎯 দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত - বিরসালিঙ্গম পান্তুল
🎯 কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন - জব চার্নক
🎯 কোষের মস্তিস্ক কাকে বলা হয় - নিউক্লিয়াস
🎯 ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় - ডঃ এম এস স্বামীনাথন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box