GK Notes Part-07 || জিকে নোটস
![]() |
GK Notes Part-07 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-07 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-07
🎯 ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয় - রাজা রামমোহন রায়
🎯 কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় - বৃহস্পতি
🎯 কোন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানটি একমাত্র কৃষি ঋণ প্রদান করে - NABARD
🎯 ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন - পুলিন দাস
🎯 কোন বাঙালি লেখকের নাম তাতা - কালিদাস রায়
🎯 বেঙ্গল গেজেট সংবাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন - জেমস অগাস্টাস হিকি
🎯 গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি - উলুঘ খাঁ
🎯 ভারতকে হিমালয়ের দান হিসেবে বর্ণনা করেছেন কে - কে এম পানিক্কর
🎯 চিংড়ির গমন অঙ্গের নাম কি - প্লিওপড
🎯 যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের কি বলে - ক্রায়োফাইট
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box