সাধারণ নাম ও রাসায়নিক নামের তালিকা PDF - List of Common Names and Chemical Names of The Element PDF in Bengali
![]() |
সাধারণ নাম ও রাসায়নিক নামের তালিকা PDF |
আজকে আপনাদের সঙ্গে সাধারণ নাম ও রাসায়নিক নামের তালিকা PDF টি শেয়ার করছি । যেটির মধ্যে উল্লেখযোগ্য ৪৫টি দ্রব্যের সাধারণ নাম ও রাসায়নিক নামের সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে । আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই পিডিএফটি আপনাদের প্রস্তুতিতে বিশেষ ভাবে সাহায্য করবে । তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন ।
কিছু নমুনা::
সাধারণ নাম ও রাসায়নিক নাম
সাধারণ নাম | রাসায়নিক নাম |
---|---|
পোড়া চুন | ক্যালসিয়াম অক্সাইড |
কস্টিক সোডা | সোডিয়াম হাইড্রোক্সাইড |
ব্লিচিং পাউডার | ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট |
ম্যাগনেসিয়াম | ম্যাগনেসিয়াম অক্সাইড |
বেকিং পাউডার | সোডিয়াম বাই কার্বনেট |
জিংক হোয়াইট | জিংক অক্সাইড |
মার্স গ্যাস | মিথেন |
ভারী জল | ডায়েটরিয়াম হাইড্রাক্সাইড |
শুষ্ক বরফ | কঠিন কার্বন ডাই অক্সাইড |
নাইটার | পটাশিয়াম নাইট্রেট |
জিংক ব্লেন্ড | জিংক সালফাইড |
চিলি সল্টপিটার | সোডিয়াম নাইট্রেট |
দার্শনিকের উল | জিংক অক্সাইড |
গ্রিন ভিট্রিয়ল | ফেরাস সালফেট |
ওলিয়াম | ধূমায়মান সালফিউরিক অ্যাসিড |
কাপড় কাচার সোডা | সোডিয়াম কার্বনেট |
কস্টিক পটাশ | পটাশিয়াম হাইড্রোক্সাইড |
রুজ | ফেরিক অক্সাইড |
গ্লবার লবণ | সোদক সোডিয়াম সালফেট |
হোয়াইট লেড | ক্ষারীয় লেড কার্বনেট |
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে রয়েছে
File Details::
File Name: Common Names and Chemical Names
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 440 KB
More PDF | Download Link |
---|---|
বিভিন্ন ভৌতরাশি ও তাদের একক | Click Here |
গুরুত্বপূর্ণ ধাতুসংকর ও তাদের ব্যবহার | Click Here |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box