Breaking





Sunday, April 18, 2021

Bengali GK Notes Part-24

Bengali GK Notes Part-24 || জিকে নোটস 

Bengali GK Notes Part-24 || জিকে নোটস
Bengali GK Notes Part-24
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-24 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-24

মাকড়শার শ্বাসঅঙ্গের নাম কি - বুকলাং

‘ভারতের মিসাইল ম্যান’ নামে কে পরিচিত - আভুল পকির জয়নুলাবেদীন আব্দুল কালাম

ভারতের স্বাধীনতা আইন পাশ করা হয় কত সালে - ১৯৪৭ সালের ১৮ই জুলাই

উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি - ক্রেসকোগ্রাফ

বিনয়-বাদল-দীনেশ এর মহাকরণ অভিযানের ঘটনা ইতিহাসে কী নামে পরিচিত - অলিন্দ যুদ্ধ

জলকে বিশদ্ধ করতে কি ব্যবহৃত হয় - ক্লোরিন

অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম কী ছিল - আকাশবাণী

ধূমায়মান সালফিউরিক অ্যাসিডে ধূমায়িত গ্যাসটির নাম কী – সালফার ট্রাই-অক্সাইড

ভলিবল খেলা কে আবিষ্কার করেন - উইলিয়াম জি. মর্গান

বায়ো গ্যাসের প্রধান উপাদান কী - মিথেন

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box